জলপাইগুড়ি: কন্টেনারে লেখা ‘ON DUTY ARMY’। সেই কন্টেনারে করেই পাচার করা হচ্ছিল সেগুন কাঠ। জলপাইগুড়ি জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ সেই পাচারের ছক ভেস্তে দিল। ওই কন্টেনার থেকে প্রায় ১২ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতেই জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড়ে নাকা চেকিং চালাচ্ছিলেন স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা। ওই সময় তাঁরা শিলিগুড়িগামী একটি কন্টেনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন ওই কন্টেনারের চালক জানান, গাড়ির ভিতর সেনা আধিকারিকের জিনিসপত্র রয়েছে। আর এতেই আরও বেশি সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। তার পরই কন্টেনারে তল্লাশি শুরু করে পুলিশকর্মীরা।
কন্টেনার খুলে তল্লাশি চালাতেই দেখা যায়, কন্টেনারে থরে থরে সাজানো রয়েছে সেগুন কাঠ। পুলিশ কাঠবোঝাই কন্টেনারটি বাজেয়াপ্ত করেছে। একজনকে গ্রেফতারও করেছে। কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান, অন ডিউটি আর্মি লেখা কন্টেইনার করে সেগুন কাঠ পাচার হচ্ছিল। উদ্ধার হওয়া কাঠের পরিমাণ ২১৬ সিএফটি। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য গত ৩ মাস ধরে ৩১ নং জাতীয় সড়ক থেকে বনদফতর প্রায় দুই কোটি টাকার বেশি বার্মা টিক উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। এরপর ফের আজ ১২ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার করল পুলিশ।