Meteli: মাঝ রাতে দুয়ারে বিপদ! কোলের বাচ্চা বুকে জড়িয়ে ছুটলেন মা…

Rony Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Jun 02, 2024 | 11:44 PM

Meteli: শনিবার গভীর রাতের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে এদিন রাত প্রায় ২টো নাগাদ একটি হাতি বেরিয়ে আসে। ঢুকে পড়ে মঙ্গলবারি বস্তি এলাকায়। সেখানেই বাড়ি বিপুল ওরাওঁ, প্রেম ওরাওঁদের। সেই বাড়িকেই টার্গেট করে নেয় হাতিটি।

Meteli: মাঝ রাতে দুয়ারে বিপদ! কোলের বাচ্চা বুকে জড়িয়ে ছুটলেন মা...
বাড়ি ভেঙেছে হাতি। কোলের সন্তান নিয়ে দাঁড়িয়ে মহিলা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ধূপগুড়ি: হাতির হানায় নাজেহাল বিস্তীর্ণ ডুয়ার্স এলাকার মানুষ। মেটেলি ব্লকে হাতির হানা অব্যাহত। ফের খাদ্যের লোভে জনবহুল এলাকায় হামলা চালাল হাতি। ঘর ভেঙে ভিতরে থাকা খাবারের জিনিস একেবারে সাবাড় করে ছেড়েছে হাতিটি। মেটেলির মঙ্গলবাড়ি বস্তি এলাকার ঘটনা।

শনিবার গভীর রাতের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে এদিন রাত প্রায় ২টো নাগাদ একটি হাতি বেরিয়ে আসে। ঢুকে পড়ে মঙ্গলবারি বস্তি এলাকায়। সেখানেই বাড়ি বিপুল ওরাওঁ, প্রেম ওরাওঁদের। সেই বাড়িকেই টার্গেট করে নেয় হাতিটি। শুঁড় আর পায়ের জোরে ভেঙে দেয় মাটি দিয়ে গাঁথা দেওয়াল। কোলের বাচ্চা নিয়ে ঘরের ভিতরেই ছিলেন ওরাওঁ দম্পতি। বুঝতেই পারেন বিপদ হানা দিয়েছে মাঝরাতে।

কোনওক্রমে পিছনের দিক দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচেন। পরে স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। এক মহিলা বলেন, “বাড়িঘর ভেঙে ফেলেছে। কোনওক্রমে আমাদের জীবন বেঁচেছে। গরিব মানুষ আমরা। আমাদের কথা আর কে ভাববে? প্রশাসন এখন যদি কিছু করে দেয় তাহলে রক্ষা। নাহলে আমরা আর কোথা থেকে কী করব?” বনদফতরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজলকুমার দের বক্তব্য, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর আগেও মঙ্গলবাড়ি বস্তি এলাকায় হাতির হানায় তছনছের ঘটনা ঘটেছে।

Next Article