Elephant: রাস্তার উপর ঠায় দাঁড়িয়ে হাতির পাল, জঙ্গলে ফেরত পাঠাতে হিমশিম বনদফতর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 02, 2023 | 9:54 AM

Elephant: রবিবার সাতসকালে রেতির জঙ্গল থেকে মোরাঘাট জঙ্গলে যাওয়ার সময় বানারহাট কার্তিক ওরাও নামে এক ব্যক্তি হিন্দি কলেজের পাশে পরিত্যক্ত এয়ারফিল্ডের ঝোপে শাবক সহ ১৮ টি হাতির একটি দলকে দেখতে পান।

Elephant: রাস্তার উপর ঠায় দাঁড়িয়ে হাতির পাল, জঙ্গলে ফেরত পাঠাতে হিমশিম বনদফতর
বিন্নাগুড়িতে হাতির পাল (নিজস্ব চিত্র)

Follow Us

বানারহাট: নতুন বছরের প্রথম দিন জাতীয় সড়কের পাশে হাতির দল দেখতে উপচে পড়ল ভিড়। পিকনিক পার্টি থেকে পর্যটকরা। বছরের প্রথম দিন হঠাৎ রাস্তার পাশে গজরাজের দল দেখে উৎসাহিত হন সাধারণ মানুষ। আর বানারহাটগামী সড়কে মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতরের কর্মীরা।

রবিবার সাতসকালে রেতির জঙ্গল থেকে মোরাঘাট জঙ্গলে যাওয়ার সময় বানারহাট কার্তিক ওরাও নামে এক ব্যক্তি হিন্দি কলেজের পাশে পরিত্যক্ত এয়ারফিল্ডের ঝোপে শাবক সহ ১৮ টি হাতির একটি দলকে দেখতে পান। তিনি জানান, দিনের আলো ফুটে যাওয়ায় জন্য বিশ্রাম নিতে দাঁড়িয়ে পরে ওই হাতির দলটি।

এরপর সকাল ৬টা নাগাদ বিন্নাগুড়ি বনদফতরের কর্মীরা এসে হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে বাজি, পটকা ও সাইরেন বাজায়। কিন্তু ঘন্টাখানেক চেষ্টা করার পর নাছোরবান্দা বুনো হাতির পালকে জঙ্গলে ফেরাতে ব্যর্থ হয় তারা। বাধ্য হয়ে কলেজের পাশে ফাঁকা স্থানে জঙ্গলের ঝোপ থেকে দিনভর পাহাড়া দিয়ে রাখতে হয় দাঁতালদের।
এরপর সন্ধ্যায় ওই দলটিকে মোরাঘাট জঙ্গলে ফিরিয়ে দেয় বলে দাবি করে বনদফতর।

যেহেতু একপাশে রাজ্য সড়ক, আর এক পাশে জাতীয় সড়ক। সেই কারণে প্রচুর মানুষ দাঁড়িয়ে হাতির ছবি ক্যামেরাবন্দি করতে থাকেন।

এ বিষয়ে বিন্নাগুড়ি বন্যপ্রান শাখার রেঞ্জার শুভাশিস রায় জানান, ‘সকালে অনেক চেষ্টার পরও হাতিগুলো জঙ্গলে ফিরতে চায়নি। বেলা বেড়ে যাওয়ায় ঝুঁকি নিতে চাইনি কারন হাতিগুলি যেখানে দাঁড়িয়ে ছিল। একপাশে রয়েছে রাজ্য সড়ক, আর এক পাশে রয়েছে জাতীয় সড়ক ও কিছুটা দূরে আলিপুর-শিলিগুড়ি রেলপথ। পাশাপাশি হাতিগুলির সাথে শাবক থাকায় দিনের আলোতে জঙ্গলে পাঠালে আক্রমণের মুখে পরার সম্ভাবনা ছিল। তাই দিনভর হাতিগুলিকে জঙ্গলে দাঁড় করিয়ে রেখে সন্ধ্যার পর পাশেই মোরাঘাট জঙ্গলের দিকে পাঠিয়ে দেওয়া হয়।’

Next Article