Jalpaiguri Physical Harasment: মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, বর্ষবরণের রাতে চাঞ্চল্য জলপাইগুড়িতে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 01, 2023 | 3:03 PM

Jalpaiguri Physical Harasment: অভিযুক্তের বাড়িতেও ভাঙচুর চালান গ্রামবাসীরা। বর্ষবরণের রাতে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে  জলপাইগুড়ি পাহাড়পুরে।

Jalpaiguri Physical Harasment: মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, বর্ষবরণের রাতে চাঞ্চল্য জলপাইগুড়িতে
জলপাইগুড়িতে ধর্ষণ করে খুনের অভিযোগ

Follow Us

জলপাইগুড়ি:  এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুতে ধর্ষন করে খুনের অভিযোগ উঠল। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্তের বাড়িতেও ভাঙচুর চালান গ্রামবাসীরা। বর্ষবরণের রাতে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে  জলপাইগুড়ি পাহাড়পুরে।

পরিবারের অভিযোগ,  শনিবার সন্ধ্যায় ছাত্রীটি বাড়িতে একা ছিল। পরিবারের সদস্যরা যখন বাড়িতে ফিরে আসেন, তখন ওই নাবালিকাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যদের চিৎকারেই ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে কয়েকজন নাবালিকাকে ধর্ষণ করেছে। প্রমাণ লোপাট করতে খুন করেছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।

অপরদিকে রবিবার সকালে এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বাড়ে।  এই ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবকের বাড়ি ভাঙচুর করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। যান স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্তারা। তাঁরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

রবিবার বেলার দিকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার হাজির হন পরিবারের সদস্যরা এবং এলাকার প্রচুর মানুষ। এলাকার কয়েকজন যুবককে অভিযুক্ত হিসাবে দাবি করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের গ্রেফতার করে উপযুক্ত আইনি পদক্ষেপের দাবি তুলেছে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এক প্রতিবেশীর বক্তব্য, “আমাদের পাড়ারই মেয়ে। ভালো মেয়ে। বাড়িতে সন্ধ্যায় একা ছিল। তারপর তো শুনছি এমন ঘটনা। এরকমটা আগে কখনও পাড়ার মধ্যে হয়নি। এর বিচার হওয়া দরকার।” ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Next Article