Fake Doctor: রাঢ়বঙ্গের ‘ডাক্তার সর্দার’ লুকিয়ে উত্তরবঙ্গে! আরেক ভুয়োকে ধরতে অভিযান দুই জেলার পুলিশের

Fake Doctor Arrested: বাঁকুড়া জেলার ভুয়ো চিকিৎসক তিনি। পুলিশ তাঁকে খুজছিল। তাই তিনি গা ঢাকা দিতে পালিয়ে পালিয়ে বেড়িয়ে অবশেষে ঘাঁঁটি গেড়েছিলেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জে (Rajganj)।

Fake Doctor: রাঢ়বঙ্গের 'ডাক্তার সর্দার' লুকিয়ে উত্তরবঙ্গে! আরেক ভুয়োকে ধরতে অভিযান দুই জেলার পুলিশের
ভুয়ো ডাক্তারকে খুঁজে পেতে দুই জেলা পুলিশকে অভিযান চালাতে হল! (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 11:07 AM

জলপাইগুড়ি: এ যেন ঠগ বাছতে গাঁ উজাড় হওয়ার দশা। কে যে আসল আর কে নকল অফিসার, গুলিয়ে ফেলছেন মানুষ। সেই কসবার (Kasba) দেবাঞ্জন কাণ্ড থেকে শুরু। তার পর নিয়মিত ভাবে রাজ্যে গ্রেফতার হচ্ছে ভুয়ো সিবিআই, ভুয়ো আইএএস, ভুয়ো বিচারক, ভুয়ো সেনা অফিসার, ভুয়ো ডিআইজি, ভুয়ো আইপিএস বেরিয়েছে এ রাজ্যে। এই তালিকা দীর্ঘ। একবার গুনে শেষ করা যাবে না গত কয়েক মাসে ভুয়ো গ্রেফতারির তালিকা। এবার ভুয়োদের সেই বিশাল তালিকায় নবতম সংযোজন হল ভুয়ো ডাক্তার (fake doctor)। যাঁর খোঁজে গত কয়েকদিন ধরে ওঁত পেতেছিলেন পুলিশ অফিসারেরা। অবশেষে রীতিমতো অভিযান চালিয়ে গ্রেফতার করা হল সুদীপ্ত সর্দার নামে সেই ভুয়ো ডাক্তারকে।

ভুয়ো চিকিৎসক তিনি। পুলিশ তাঁকে খুজছিল। তাই তিনি গা ঢাকা দিতে পালিয়ে পালিয়ে বেড়িয়ে অবশেষে ঘাঁঁটি গেড়েছিলেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জে (Rajganj)। অবশেষে রাঢ় ও উত্তরবঙ্গ, পুলিশের যৌথ অভিযানে ধরা পড়লেন সোমবার। এদিন জলপাইগুড়ি ও বাঁকুড়া জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হল গুণধর ‘চিকিৎসক’কে।

ঠিক কী ঘটেছিল? কেনই বা তাঁকে ধরতে পুলিশের এমন অভিযান?

পুলিশ সূত্রে খবর, সুদীপ্ত সর্দার নামে অন্য এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিভিন্ন জায়গায় চেম্বার খুলে বসেছিলেন মাঝবয়সী এই সুদীপ্ত সর্দার। ভালই পসার জমিয়ে বসেছিলেন। রমরমিয়ে চলছিল ‘ব্যবসা’। কিন্তু কতদিন আর চাপা থাকে পাপ! তাঁর কুকীর্তির কথা ছড়িয়ে পড়ে জেলায়। অভিযোগ যায় পুলিশের কাছে। আসল চিকিৎসক সুদীপ্তবাবু বড়জোড়া থানায় অভিযোগ করেন। এদিকে বড়জোড়া থানার পুলিশ যখন তাঁকে খুঁজতে বেরিয়েছেন এই ‘চিকিৎসক’ তখন বেপাত্তা। খোঁজ-খোঁজ, অবশেষে ‘সর্দারজি’ কে পাওয়া গেল জলপাইগুড়িতে।

পুলিশ যে তাঁকে গ্রেফতার করতে পারে কোনওভাবে সেটা টের পেয়ে গা ঢাকা দেন সুদীপ্ত। এদিকে বড়জোড়া থানার তদন্তকারী অফিসাররাও নাছোড়। সূত্র মারফৎ তাঁরা জানতে পারেন গুণধর চিকিৎসক লুকিয়ে আছেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা এলাকায়।

এর পর অভিযুক্তর ছবি পাঠানো হয় জলপাইগুড়ি জেলা পুলিশের কাছে। ভুয়ো চিকিৎসককে চিহ্নিত করার পর সোমবার যৌথ অভিযান চালায় রাজগঞ্জ ও বড়জোড়া থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে ট্রানজিট রিমান্ড নিয়ে তাঁকে জলপাইগুড়ি থেকে বাঁকুড়া নিয়ে গিয়েছে পুলিশ।

টানটান এই অভিযান শেষে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, সুদীপ্ত সর্দার নামে এই ব্যাক্তির বিরুদ্ধে বাঁকুড়া জেলার বড়জোড়া থানায় অভিযোগ ছিল। এই ব্যক্তি জলপাইগুড়ি জেলায় লুকিয়ে থাকতে পারেন এমন খবর আসার পর তাঁর ছবি নিয়ে তদন্ত শুরু হয়। এর পর অভিযুক্তকে চিহ্নিত করার পর এদিন দুই জেলার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হয়।

সব মিলিয়ে ভুয়োদের তালিকায় যুক্ত হল ডাক্তার সর্দারের নামও। একে বড় সাফল্য মনে করছে দুই জেলার পুলিশ মহল।

আরও পড়ুন: Fake Officer: ‘আপনার লাইফ বরবাদ, আমি সেন্ট্রালের লোক,’ ডাক্তারকে চমকে ধৃত ভুয়ো সেন্ট্রালভিজিলেন্স অফিসার! |

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে