AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSB Jawan: ভুটান সীমান্তে টহলদারির সময় মর্মান্তিক দুর্ঘটনা, জলঢাকায় তলিয়ে গেল SSB জওয়ান!

SSB Jawan’s Death: ঘটনার পরই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে এসএসবি, নাগরাকাটা ব্লকের দুর্যোগ মোকাবিলা দল, হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত নাগরাকাটার রেল ব্রিজ সংলগ্ন লাগায়া এলাকা থেকে উদ্ধার হয় তাঁর দেহ।

SSB Jawan: ভুটান সীমান্তে টহলদারির সময় মর্মান্তিক দুর্ঘটনা, জলঢাকায় তলিয়ে গেল SSB জওয়ান!
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 05, 2025 | 7:21 PM
Share

মালবাজার: টহল দিচ্ছিলেন ভুটান সীমান্তে। তারমাঝেই এসএসবি জওয়ানের সঙ্গে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। নদীতে ডুবে মৃত্যু হল এসএসবি জওয়ানের। ইতিমধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার করে মালবাজার সুপার স্পেশশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম সমরেশ দাস। তিনি এসএসবি-র এএসআই পদমর্যাদার অফিসার ছিলেন বলে জানা যাচ্ছে। 

সূত্রের খবর, শুক্রবার দুপুর ১২টা নাগাদ মালবাজারের ৪৬ নম্বর ব্যাটালিয়নের শিবচু ক্যাম্প থেকে এসএসবির একটি টহল দল ভুটান সীমান্ত এলাকায় নদীর উপর দিয়ে টহল দিচ্ছিল। সেই রুটিন টহলের সময়েই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পাহাড়ে একটানা বৃষ্টির জেরে বিগত কয়েকদনিন ধরেই উত্তাল জলঢাকা নদীও। বেড়েছে স্রোতের বেগ। এই নদীতেই পারাপারের সময় হঠাৎই উত্তাল স্রোতে ভেসে যান এএসআই সমরেশ দাস। 

ঘটনার পরই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে এসএসবি, নাগরাকাটা ব্লকের দুর্যোগ মোকাবিলা দল, হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত নাগরাকাটার রেল ব্রিজ সংলগ্ন লাগায়া এলাকা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। যদিও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। সমরেশের বাড়ি কোচবিহারে। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে। শোকে বিহ্বল সহকর্মীরাও।