Red Sandalwood: গাড়ির ডিকিতে ৪০ লাখ টাকার লাল চন্দন, চোরাচালানের ছক বানচাল করল বনবিভাগ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 10, 2022 | 10:57 PM

Malbazar: মালবাজারের দিক থেকে একটি ছোট গাড়িতে করে অসমের দিকে লাল চন্দন কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মতো মালবাজার থেকে ওই গাড়িটিকে ধাওয়া করেন বন বিভাগের আধিকারিকরা।

Red Sandalwood: গাড়ির ডিকিতে ৪০ লাখ টাকার লাল চন্দন, চোরাচালানের ছক বানচাল করল বনবিভাগ
লাল চন্দন উদ্ধার

Follow Us

মালবাজার: ফের বড় সাফল্য বন দফতরের। জলপাইগুড়ির তেলিপাড়া চৌপতি এলাকা থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে লাল চন্দন কাঠ। ঘটনায় ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন বন বিভাগের আধিকারিকরা। ধৃতদের নাম রোহিত ছেত্রী এবং অমৃত থাপা। ওই দিই ব্যক্তিকে গ্রেফতার করে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। মোট ৪২০ কেজি লাল চন্দন উদ্ধার হয়েছে এদিন। বন বিভাগ সূত্রের খবর, উদ্ধার হওয়া ওই লাল চন্দন কাঠের দাম অনুমানিক প্রায় ৪০ লাখ টাকা। সূত্রে খবর, ওই গাড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর দেহাংশও থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু পরিস্কারভাবে জানা যায় নি ইতিমধ্যেই ওই দুই ধৃত ব্যক্তিকে জেরা করছেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের আধিকারিকরা।

গোপন সূত্র মারফত বন বিভাগের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মতো ওই প্রস্তুত ছিলেন বন বিভাগের কর্মীরা। সূত্রের খবর, মালবাজারের দিক থেকে একটি ছোট গাড়িতে করে অসমের দিকে লাল চন্দন কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মতো মালবাজার থেকে ওই গাড়িটিকে ধাওয়া করেন বন বিভাগের আধিকারিকরা। ধাওয়া করে তেলিপাড়া চৌপতি এলাকায় ওই গাড়িটিকে থামানো হয়। গাড়িটিকে আটক করে তল্লাশি শুরু করে বনবিভাগের আধিকারিকরা। আর তাতেই বেরিয়ে আসে লাল চন্দন কাঠ। বন বিভাগ সূত্রের খবর, উদ্ধার হওয়া ওই লাল চন্দন কাঠের দাম প্রায় লক্ষাধিক টাকা।

সোমবার রাতের এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন জলপাইগুড়ির অতিরিক্ত বন আধিকারিক জন্মেজয় পাল এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়। ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছেন বন বিভাগের আধিকারিকরা। বিশেষ করে এই চোরাচালানের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁরা। উদ্ধার হওয়া এই লাল চন্দন কাঠ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই সব দিকগুলি খতিয়ে দেখছেন বন বিভাগের আধিকারিকরা। আগামিকাল (মঙ্গলবার) ধৃতদের আদালতে পেশ করা হবে।

Next Article