Jalpaiguri: মুরগি ধরতে এসে বস্তাবন্দি, থামছে না ফোঁস ফোঁস গর্জন

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 12, 2022 | 12:01 AM

Jalpaiguri: বস্তার ভিতর ঢুকেও ফনা তুলছিল বিষধরটি। প্রবল জোরে ফোঁসফোঁস শব্দ করে চেষ্টা করছিল ছোবল মারার।

Jalpaiguri: মুরগি ধরতে এসে বস্তাবন্দি, থামছে না ফোঁস ফোঁস গর্জন

Follow Us

জলপাইগুড়ি: খাঁচার মধ্যে থেকে অনবরত ডেকে চলেছে মুরগির দল। কিছুতেই থামছে না চিৎকার। ঘটনা কী প্রথমে তা ঠাহর করতে পারেননি বাড়ির লোকজন। খাঁচার কাছে যেতেই চোখ কপালে উঠে যায় তাঁদের। দেখা যায় খাঁচার মধ্যে রয়েছে আস্ত একটা কিং কোবরা (King Cobra)। শেষ পর্যন্ত সাপটিকে (Snake) বস্তাবন্দি করেও সহজে বাগে আনা যায়নি।

বস্তার ভিতর ঢুকেও ফনা তুলছিল বিষধরটি। প্রবল জোরে ফোঁসফোঁস শব্দ করে চেষ্টা করছিল ছোবল মারার। সাপ দেখতে ভিড়ও জমে যায় গোটা এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ি (Maynaguri)  রামশাই অঞ্চলের চড়াই মহল গ্রামের বাসিন্দা মন্টু ওড়াওয়ের বাড়ির মুরগির খাঁচায় মুরগি খেতে ঢুকে যায় একটি বিশালাকার কিং কোবরা সাপ। তখনই সাপ দেখে মুরগি গুলি চিৎকার শুরু করে দেয়। মুরগিগুলির লাগাতার ডাক শুনে খাঁচার কাছে যেতেই বাড়ির লোকেরা দেখেন বিশাল আকৃতির একটি কিং কোবরা সাপ খাঁচার ভেতর ঢুকে বসে আছে। দৃশ্য দেখে আঁতকে ওঠেন তাঁরা। 

খবর যায় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়ের কাছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর যায় বন দফতরেও। বন দফতরের কর্মীরাও ছুটে আসেন। এরপর প্রায় এক ঘন্টা চেষ্টার পর বিষধরটিকে উদ্ধার করতে সক্ষম হয় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন বন দফতরের কর্মীরাও।

সংগঠনের সম্পাদক নন্দু রায় জানান কিং কোবরাটি আনুমানিক ১৪ ফুট লম্বা। এত বড় মাপের কিং কোবরা এর আগে তাঁরা উদ্ধার করেননি বলেও জানিয়েছে। উদ্ধারের পর সাপটিকে রামশাই রেঞ্জ অফিসের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বন দফতর সূত্রে খবর, সাপটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। 

Next Article