Spa: স্পা-এর আড়ালে দেহব্যবসার অভিযোগ! পুলিশের হানায় গ্রেফতার ৬

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 12, 2022 | 7:45 PM

ভক্তিনগর থানার পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির সেবক রোড এর কাছে একটি শপিং মলে থাকা একটি স্পা-এ হানা দেয়।

Spa: স্পা-এর আড়ালে দেহব্যবসার অভিযোগ! পুলিশের হানায় গ্রেফতার ৬
প্রতীকী ছবি

Follow Us

জলপাইগুড়ি: সৌন্দর্য নিয়ে সচেতনতার যুগে বিভিন্ন শহরের স্পা-এর রমরমা। ব্যাঙের ছাতার মতো শহরে গজিয়ে উঠছে স্পা। কিন্তু অনেক শহরেই স্পা-এর আড়ালে অবৈধ কারবারের অভিযোগ ওঠে। স্পা-কে সামনে রেখে অশালীন কাজকর্মের ঘটনাও প্রায়শই সামনে। সম্পতি এ রকম ঘটনা ঘটল শিলিগুড়ির সেবক রোডের একটি স্পা-এ। সেখানে স্পা-এর আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে ওই স্পা-এ হানা গিয়ে ৬ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছিল।

স্পা এর আড়ালে চলছে দেহ ব্যবসার রমরমা কারবার। এই অভিযোগে ভক্তিনগর থানার পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির সেবক রোড এর কাছে একটি শপিং মলে থাকা একটি স্পা-এ হানা দেয়। এর পর সেখান থেকে পাঁচ মহিলা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই স্পা-এ অবৈধ কারবার চলছে বলে সম্প্রতি অভিযোগ পাওয়া যায়। এই ধরনের অভিযোগে পাওয়ার পরই পুলিশ ওই স্পা-এ হানা দেয়। সেখানে থাকা কয়েক জনকে গ্রেফতার করে। তবে এই চক্রে আরো কোনও বড় মাথা রয়েছে কি না তা খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এই স্পায়ের মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Next Article