ধূপগুড়ি: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে দলবদলের হিড়িক অব্যাহত। শাসকদল থেকেএকদিকে যেমন প্রচুর মানুষকে বিরোধী দলগুলিতে যোগদান করতে দেখা গিয়েছে। ঠিক তেমনই বিরোধী দলগুলি ছেড়েও শাসকদলে যোগদান করছেন অনেকে। এবার এল উত্তরবঙ্গের (North Bengal) খবর। সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) গেল ১৬টি পরিবার।
জলপাইগুড়ির ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৫/১২৩ নম্বর বুথে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে পরিবারগুলি বলে দাবি তৃণমূলের। বিজেপি ছেড়ে আসা সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ধূপগুড়ি ব্লক গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা।
এর আগেই ধুপগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় দু’শোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। তার কয়েকদিনের মধ্যেই এবার বিজেপি ছেড়ে যোগদানের সভা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির দাবি নিজেদের কর্মীদেরকে নিজেরা দলে যোগদান করিয়ে প্রচার পাইতে চাইছে তৃণমূল। আগামী পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূল আর ধরে রাখতে পারবে না বলেই দাবি বিজেপি নেতার।
যদিও তৃণমূলের গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায়ের দাবি, মাগুরবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলেই ছিল। এবার বিজেপিতে যে কজন ছিল তাঁরাও তৃণমূলে যোগদান করেছেন। বিজেপি দলীয় পতাকা নিয়ে আন্দোলন করার লোক থাকবে না বলেই দাবি তাঁর।