Jalpaiguri: অজগরের গায়ে ধারাল অস্ত্রের কোপ, লেজ ধরে হিঁচড়ে ঘোরানো হল, দেখুন ভিডিয়ো, শিউরে উঠবেন

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 21, 2024 | 4:25 PM

Jalpaiguri: ধূপগুড়ি মহাকুমার বানারহাট ব্লকের  দুরামাড়ি এলাকায় পুকুরের মধ্যে আশ্রয় নিয়েছিল অজগর সাপ। যাকে ইন্ডিয়ান রক পাইথন বলা হয়। পাশেই রয়েছে মরাঘাট রেঞ্জের জঙ্গল। মনে করা হচ্ছে সেখান থেকে সেই সাপটি পুকুরে খাবারের সন্ধানে চলে আসে।

Jalpaiguri: অজগরের গায়ে ধারাল অস্ত্রের কোপ, লেজ ধরে হিঁচড়ে ঘোরানো হল, দেখুন ভিডিয়ো, শিউরে উঠবেন
অজগরের ওপর নির্মম অত্যাচার
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: ঝাড়গ্রামে নির্মমভাবে হাতিকে অত্যাচারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ডুয়ার্সে অজগর সাপের উপর নির্মম অত্যাচারের ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অজগর সাপকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপান হয়। টেনে হিঁচড়ে ঘোরানো হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বন্যপ্রাণী আইনের সিডিউল ওয়ানে থাকা অজগর সাপকে নির্যাতনের সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যা দেখে ক্ষুদ্ধ পরিবেশপ্রেমীরা ।

ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের  দুরামাড়ি এলাকায় পুকুরের মধ্যে আশ্রয় নিয়েছিল অজগর সাপ। যাকে ইন্ডিয়ান রক পাইথন বলা হয়। পাশেই রয়েছে মরাঘাট রেঞ্জের জঙ্গল। মনে করা হচ্ছে সেখান থেকে সেই সাপটি পুকুরে খাবারের সন্ধানে চলে আসে। পাশেই রয়েছে বিরুবাগ নদী। নদী দিয়েই অজগর পুকুরে চলে এসে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।


সূত্রের খবর, এলাকার কয়েকজন যুবক কচুরিপানা ভর্তি সেই পুকুরে মাছ ধরার জন্য নামেন। তখনই তাঁদের নজরে আসে ১২ ফুট লম্বা ইন্ডিয়ান রক পাইথন অর্থাৎ অজগর সাপটি।

এরপরেই স্থানীয় ওই যুবকরা অজগরের ওপরে শুরু করেন নির্যাতন। লেজ ধরে টেনে হিঁচড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয়। এমনকি এক যুবককে দেখতে পাওয়া যায় হাতে ধারাল কোনও অস্ত্র নিয়ে সাপটিকে মারার চেষ্টা করছে বারবার। আর সেই ঘটনার ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

প্রশ্ন উঠছে বনদফতরের ভূমিকা নিয়ে। সদ্য ঝাড়গ্রামে একটি গর্ভবতী হাতিকে বল্লম দিয়ে হামলার ঘটনায় প্রশ্নের মুখে বনদফতরের আধিকারিকরা। বন্যপ্রাণী আইন অনুযায়ী হাতিও সিডিউল ওয়ানের প্রাণী। এবার সিডিউল ওয়ানের তালিকায় থাকা অজগর সাপকে নির্যাতন করতে দেখা গেল। কোথায় বনদফতরের নজরদারি, কেন কোন আইনি পদক্ষেপ এখনও গ্রহণ করা হল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বনদফতরের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article