Jalpaiguri: প্রথম দফা নির্বাচনের আগেই তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, শুভেন্দুর সভায় বড় কিছু আভাস

Jalpaiguri: সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সভামঞ্চ থেকে বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী জেলা নেতা তথা এক সময়কার জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝাঁ।

Jalpaiguri: প্রথম দফা নির্বাচনের আগেই তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, শুভেন্দুর সভায় বড় কিছু আভাস
বিজেপিতে যোগ দিতে পারেন অমরনাথ ঝাঁImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2024 | 11:52 AM

জলপাইগুড়ি: প্রথম দফা নির্বাচনের আগেই  তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সভামঞ্চ থেকে বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী জেলা নেতা তথা এক সময়কার জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝাঁ। তাঁর সঙ্গে শতাধিক কর্মী নাগরাকাটা এলাকা থেকে ওই সভা মঞ্চে শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করবেন।

অমরনাথ ঝাঁ একসময়ে তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। সাংগঠনিক ক্ষমতার জেরে উত্তরে চা বাগান বলয় এলাকায় তৃণমূলের মাটি বেশ খানিকটাই শক্ত করেছিলেন তিনি। এরপর তিনি জেলা পরিষদের মেন্টরও হন। তাঁরই বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, শতাধিক কর্মী নিয়ে নাগরাকাটায় শুভেন্দু অধিকারীর সভায় বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।

TV9 বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয় অমরনাথ ঝাঁ-র সঙ্গে। কী কারণে তৃণমূল সঙ্গ ত্যাগ করছেন তিনি, তা স্পষ্ট করে কিছুই জানাননি তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অমরনাথ ঝাঁ-র মতো দাপুটে নেতার উত্তরে দলবদল তৃণমূলকে বেশ কিছুটা চাপেই রাখবে। এমনতিই উত্তরে গত লোকসভা নির্বাচনে ভাল ফল করেছিল বিজেপি। লড়াই এবারও অনেকটাই শক্ত। সেক্ষেত্রে ভোটের ঠিক মুখেই এ ধরনের দলবদল অনেকটাই চাপে রাখবে তৃণমূলকে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।