জলপাইগুড়ি: ময়নাগুড়িতে আরও একবার মর্টার শেল উদ্ধার হল। বৃহস্পতিবার এই শেলটি উদ্ধার হয় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চয়েতের কাউয়াগাব গ্রামে। ঘটনায় নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজ শুরু হয়েছে। সেই কাজের জন্য তিস্তা নদী সংলগ্ন ওদলা বাড়ি থেকে প্রচুর বালি পাথর নিয়ে আসা হয়েছে। সেই বালি পাথরের মধ্যেই এই মর্টার শেলটি পাওয়া গিয়েছে বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। শুক্রবার সেনা জওয়ানরা ঘটনাস্থলে আসবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ফলে আপাতত পুলিশ শেলটিকে ঘিরে রেখেছে।
প্রসঙ্গত ২০২৩ সালের ৪ অক্টোবর সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হয়। প্রাণ যায় বহু মানুষের। নিখোঁজ হয়ে যান বহু। বৃষ্টির জেরে লোনক হ্রদ ফেটে হুড়মুড়িয়ে জল নেমে আসে। বিপজ্জনক হয়ে ওঠে লোনক জেরে সেনাবাহিনীর প্রচুর অস্ত্র তিস্তা নদীতে ভেসে যায়। মনে করা হচ্ছে এটি প্রাকৃতিক বিপর্যয়ের ভেসে এসেছে। আর নদী থেকে বালি পাথর আনার সময় এটি চলে এসেছে।