Jalpaiguri: খাওয়ার পর ছেলে ঘুমোতে চলে যায়, মা গিয়ে দেখলেন ছেলের শরীর মেঝেতে পড়ে

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 22, 2024 | 8:58 AM

Jalpaiguri: মা বুলবুল অধিকারীর সঙ্গে থাকতেন রাজু। মৃত যুবকের মা জানান. বুধবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে চলে যান রাজু। নিয়মিত দেরি করেই ঘুম থেকে ওঠেন রাজু। তাই শুক্রবার সকালে যখন দেরি হচ্ছিল, প্রথমটায় মা বিশেষ আমল দেননি।

Jalpaiguri: খাওয়ার পর ছেলে ঘুমোতে চলে যায়, মা গিয়ে দেখলেন ছেলের শরীর মেঝেতে পড়ে
ঘরে ছেলে উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

 জলপাইগুড়ি: মাদক বিক্রির অভিযোগে একবার পুলিশ গ্রেফতারও করেছিল। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  ধূপগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের বিডিও রোড সংলগ্ন নতুনপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজু বসাক (৩৮)।  শোওয়ার ঘর থেকে  তাঁর দেহ উদ্ধার হয়।

মা বুলবুল অধিকারীর সঙ্গে থাকতেন রাজু। মৃত যুবকের মা জানান. বুধবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে চলে যান রাজু। নিয়মিত দেরি করেই ঘুম থেকে ওঠেন রাজু। তাই শুক্রবার সকালে যখন দেরি হচ্ছিল, প্রথমটায় মা বিশেষ আমল দেননি। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও, তাঁকে ডাকাডাকি করতে থাকেন মা।

সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের খবর দেন রাজুর মা। দরজা ভেঙে দেখেন মেঝেতে পড়ে রয়েছে যুবকের মরদেহ। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানোর ব্যবস্থা করে। জানা গিয়েছে, মৃত যুবকের বিরুদ্ধে ২০১৯ সালে ধূপগুড়ি থানায় ব্রাউন সুগার বিক্রির চক্র চালানোর মামলা রয়েছে। বছর পাঁচেক আগে যুবকের বাড়ি থেকে প্রচুর ব্রাউন সুগার সহ মোট ছয় জন গ্রেফতার হয়। তারপর থেকে বেশিরভাগ সময় জেলেই কেটেছে তাঁর।

Next Article