Jalpaiguri: হাতির আতঙ্ক নয়, এবার গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে তিনটি বাইসন

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 21, 2024 | 11:09 AM

Jalpaiguri: সাতসকালে এই এলাকায় ৩ টি বাইসন দেখতে পান এলাকার মানুষ। একটি বাইসন জঙ্গলে ফিরে গেল দুটি বাইসন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। বাইসনের হামলায় গুরুতর আহত হয় নির্মল রায় নামে এক বাসিন্দা।

Jalpaiguri: হাতির আতঙ্ক নয়, এবার গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে তিনটি বাইসন
জলপাইগুড়ি বাইসনের তাণ্ডব
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি:  এতদিন হাতির আতঙ্কে ঘুম ছুটছিল গ্রামের বাসিন্দাদের। কিন্তু হাতির পর এবার গ্রামে ঢুকে পড়ল তিনটি বাইসন। বাইসনের হামলায় আহত ২ জন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মাগুরমারি গ্রামে। ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের আধিকারিকরা। বাইসনের হামলায় গুরুতর আহত দুই জন। বিমল রায় ও দীপ্তি রায় নামে আহত দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ঘটনায় আতঙ্ক ধূপগুড়ি মহাকুমার পূর্ব মাগুরমারি ও বাইসচালা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতসকালে এই এলাকায় ৩ টি বাইসন দেখতে পান এলাকার মানুষ। একটি বাইসন জঙ্গলে ফিরে গেল দুটি বাইসন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। বাইসনের হামলায় গুরুতর আহত হয় নির্মল রায় নামে এক বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কা জনক অবস্থায় স্থানান্তরিত করে দেওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইড অফ স্কার্টের বন কর্মীরা পৌঁছন। বাইসনগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন তাঁরা।ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়।

Next Article