Jalpaiguri BJP: জেলা পরিষদের জায়গা বিক্রির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, জলপাইগুড়িতে চর্চা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 29, 2022 | 10:58 AM

Jalpaiguri BJP: যে ড্রয়িং ম্যাপটি বর্তমানে ভাইরাল। যার মাধ্যমে প্লট তৈরি করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই জায়গাটি বিক্রির পরিকল্পনা করা হয়েছে জমি মাফিয়াদের সাথে হাত মিলিয়ে, এমনই অভিযোগ তোলা হয়েছে।

Jalpaiguri BJP: জেলা পরিষদের জায়গা বিক্রির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, জলপাইগুড়িতে চর্চা
এই জায়গা নিয়েই বিতর্ক

Follow Us

জলপাইগুড়ি: বিজেপি নেতার মদতে ধূপগুড়িতে সরকারি জেলা পরিষদের জায়গা বিক্রির অভিযোগ চাঞ্চল্য এলাকায়। সরকারি জায়গা রক্ষার দাবিতে আন্দোলনে সামিল ব্যবসায়ী সংগঠন। জেলা পরিষদের সদস্যকে স্মারকলিপি দেওয়া হবে।

ধূপগুড়িতে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে জেলাপরিষদের জায়গা। এমনই অভিযোগ তুলে স্মারকলিপি দিলেন ব্যাবসায়ীরা । স্থানীয় বিজেপি নেতা এবং এক বিলেতি মদ ব্যাবসায়ীর যোগসাজশে প্রায় সাড়ে তিন কোটি টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে জায়গাটি। বিস্ফোরক এই অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকারকে স্মারকলিপি দিলেন ধূপগুড়ি মহাবীরস্থান রোড ব্যাবসায়ী সমিতির সদস্যরা।

শনিবার রাতে জেলা পরিষদ সদস্যার ব্যক্তিগত চেম্বারে গিয়ে তাকে লিখিত আকারে সেই অভিযোগ পত্রটি জমা দিয়ে আসেন তাঁরা। স্মারকলিপিতে অভিযোগ তোলা হয়েছে শিলিগুড়ির এক বাসিন্দা ধূপগুড়ির বিলাতি মদ ব্যবসায়ী এবং স্থানীয় এক বিজেপি নেতা সেই জেলাপরিষদের জায়গা বিক্রি করার জন্য ছক কষেছেন। এমনকি একটি ড্রয়িং ম্যাপ তৈরি করেছেন।

যে ড্রয়িং ম্যাপটি বর্তমানে ভাইরাল। যার মাধ্যমে প্লট তৈরি করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই জায়গাটি বিক্রির পরিকল্পনা করা হয়েছে জমি মাফিয়াদের সাথে হাত মিলিয়ে, এমনই অভিযোগ তোলা হয়েছে। স্মারকলিপি প্রদানের সঙ্গে সেই নীল নক্সাটিও জেলা পরিষদ সদস্যার হাতে তুলে দেওয়া হয়।

ব্যবসায়ী সমিতির আরও অভিযোগ, জেলা পরিষদের সরকারি জায়গা কেনাবেচা চক্রে যারা রয়েছেন তার মধ্যে অন্যতম মূল পাণ্ডা যিনি তার নাম ড্রয়িং ম্যাপের নীচে লেখা রয়েছে বলে জানান তাঁরা। এমনকি এই বেআইনি কাজ বন্ধের জন্য করা পদক্ষেপের দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য ব্যবসায়ীদের আশ্বাস দেন, গোটা ঘটনা তিনি তদন্ত করে দেখবেন। জেলা প্রশাসনের আধিকারিকদেরকেও এই কাজ বন্ধের নির্দেশ দেবেন বলে জানিয়েছেন।

ধূপগুড়ি মহাবীরস্থান রোড ব্যবসায়ী সমিতির সভাপতি নিশিত পাল বলেন, “জলপাইগুড়ি জেলা পরিষদের প্রায় পাঁচ কাঠা জায়গা বেআইনিভাবে জমি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে শিলিগুড়ির বাসিন্দা ধূপগুড়ির এক ব্যবসায়ী সাড়ে তিন কোটি টাকা দিয়ে কেনাবেচা করছেন। জেলা পরিষদের জায়গা কখনও বিক্রি করা যায় না, তাই আমরা সরকারি জায়গা বেআইনিভাবে বিক্রির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।”

জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতাজ সরকার বৈদ্য বলেন, “ধূপগুড়ি ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমাকে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।” প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জেলা পরিষদের সভাধিপতি কে গোটা ঘটনার জানানো হবে বলে জানিয়েছেন।

Next Article