জলপাইগুড়ি: রাতে শহরের মদ্যপ যুবতীর তাণ্ডব! পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। চাঞ্চল্য ধূপগুড়িতে। এশিয়ান হাইওয়ে ৪৮- এর পাশে পাট ব্যবসায়ী সমিতির কালী মন্দির সংলগ্ন এলাকায় ধূপগুড়ি শহরে দু’জনকে মদ্যপ অবস্থায় তাণ্ডব করতে দেখে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। মদ্যপ যুবতী কখনও রাস্তার ওপরে উঠে পড়েছেন কখনও বা রাস্তার পাশে বসে পড়ছিলেন, যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই দেখে তাঁদের সাহায্যে এগিয়ে আসেন বেশ কয়েকজন।
মদ্যপ অবস্থায় থাকা সেই যুবতী ও যুবক উল্টে তাঁদের দিকে তেড়ে আসেন। তাঁরা ওই যুবতীকে বুঝিয়ে বাড়ি যেতে বললে উল্টে তাঁদেরকে গালিগালাজ করতে থাকেন ওই যুবতী। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুটি পুলিশ ভ্যান। পুলিশ কর্মীরা যুবক যুবতীকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পৌঁছে দিতে চাইলে, তাঁদের দিকেও তেড়ে যান ওই মত্ত যুবতী। দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়েন পুলিশকর্মীরাও।, তাঁদের সঙ্গে কোনও মহিলা পুলিশ কর্মী ছিলেন না। পরে ডাকা হয় মহিলা পুলিশ কর্মীদের। তাঁরা এসে মত্ত যুবতী ও যুবককে উদ্ধার করতে গেলে, তাঁদের সঙ্গেও মত্ত যুবতী ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
তবে পুলিশ কর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যান। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের থানায় নিয়ে আসা হয়। কেন এভাবে রাস্তার মধ্যে মদ্যপ অবস্থায় এরকম আচরণ করতে থাকেন ওই যুবতী, তা জানার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। ওই যুবকের সঙ্গেও তাঁর কী সম্পর্ক, যুবতীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পুলিশ। মত্ত ওই যুবতী ধূপগুড়ির বিবেকানন্দ পাড়ার বাসিন্দা। তিনি শিলিগুড়িতে পড়াশোনা করেন। তার বাবা একজন ধূপগুড়ির প্রতিষ্ঠিত আলু ব্যবসায়ী।