জলপাইগুড়ি: বিজেপি পঞ্চায়েত সদস্য উপরে হামলার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আহত বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে ঘটনাকে চাঞ্চল্য ছড়িয়েছে বারঘরিয়া এলাকায়।
সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভাল ফল করায় রবিবার এলাকার ভোটারদের নিয়ে খাওয়া দেওয়ার আয়োজন করা হয়েছিল বিজেপি-এর তরফে। সেখানে এলাকার তৃণমূল নেতা গিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করেন বলে অভিযোগ। বিজেপি কর্মীদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ। যাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। খাওয়ার অনুষ্ঠান থেকে যখন বিজেপির পঞ্চায়েত সদস্য বাড়ির দিকে ফিরছিলেন, ঠিক সেই সময় পিছন দিক থেকে তার উপরে হামলা করা হয় বলে অভিযোগ।
ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চলে বলে অভিযোগ। কিন্তু তিনি আঁচ করে সরে যাওয়াতে ওত বড় বিপদ হয়নি। সামান্য ক্ষত তৈরি হয়েছে বিজেপি-র পঞ্চায়েত সদস্য শঙ্কর দাসের শরীরে। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। এদিকে অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এটা গ্রাম্য বিবাদ। সামান্য কথা কাটাকাটি থেকে হয়েছে। রাজনৈতিক রঙ চড়ানো হচ্ছে।