AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ল BJP সাংসদের গাড়ি! ভয়ঙ্কর দুর্ঘটনা ধূপগুড়িতে

Jalpaiguri BJP MLA: শনিবার ভোরে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নামাঙ্কিত একটি ভিআইপি গাড়ি ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ী নিরঞ্জন দত্ত ও কয়েকজন পথচারী।

Jalpaiguri: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ল BJP সাংসদের গাড়ি! ভয়ঙ্কর দুর্ঘটনা ধূপগুড়িতে
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল গাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2025 | 3:24 PM
Share

ধূপগুড়ি: দুর্ঘটনার কবলে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের গাড়ি! মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে পড়ল রাস্তার ধারের একটি ঝুুপড়ি দোকানে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়িটি কোচবিহারের বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শনিবার ভোরে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নামাঙ্কিত একটি ভিআইপি গাড়ি ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ী নিরঞ্জন দত্ত ও কয়েকজন পথচারী।

জানা গিয়েছে, ভোর প্রায় পাঁচটা নাগাদ দিল্লি থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হওয়া গাড়িটি প্রথমে একটি টাইম কলিশনে ধাক্কা মারে এবং পরে সজোরে দোকানের ভেতরে ঢুকে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা গিয়ে দেখেন সাদা রঙের একটি ভিআইপি গাড়ি, যার গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘এমপি রাজ্যসভা’।

দুর্ঘটনার সময় সাংসদ অনন্ত মহারাজ গাড়িতে উপস্থিত ছিলেন না। তবে গাড়ির ভেতরে ছিলেন এক তরুণী ও এক যুবক। গাড়ির চালক এবং ওই তরুণী সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়ে সরে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সাংসদের গাড়ি জড়িত থাকায় সকাল থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “যেভাবে শব্দ হয়েছিল, আমরা তো ভেবেছিলাম, বড় কিছু একটা ঘটে গিয়েছে। প্রাণটাও চলে যেতে পারত লোকটার। কীভাবে গাড়ি এইভাবে দোকানে ঢুকল, বোঝা যাচ্ছে না।”