BJP: মৃত ভোটার যেন ভোট না দেয়! কর্মীদের প্রশিক্ষণ দিলেন বিধায়ক
BJP MLA: ইতিমধ্যে এসআইআর (SIR)-এর পক্ষে জেলা জুড়ে প্রচার শুরু করেছে বিজেপি। এবার স্বচ্ছ ভোটার তালিকা গড়ার লক্ষ্যে জেলার সমস্ত মণ্ডল কমিটির বিএলএ ১ এবং বিএলও ২-দের নিয়ে বিশেষ প্রশিক্ষণ সভা করা হয়।

জলপাইগুড়ি: স্বর্গীয় ভোটারদের ভোট দেওয়া ঠেকাতে কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপি। এসআইআর আবহেই এই বিষয়কে কেন্দ্র করে বুধবার বিকেলে জরুরি বৈঠক করল বিজেপি। এদিন বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে এই বৈঠক হয়।
ইতিমধ্যে এসআইআর (SIR)-এর পক্ষে জেলা জুড়ে প্রচার শুরু করেছে বিজেপি। এবার স্বচ্ছ ভোটার তালিকা গড়ার লক্ষ্যে জেলার সমস্ত মণ্ডল কমিটির বিএলএ ১ এবং বিএলও ২-দের নিয়ে বিশেষ প্রশিক্ষণ সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত কুমার রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, জেলা সভাপতি শ্যামল রায় সহ প্রত্যেক মণ্ডলে বিএলএ (BLA) ইনচার্জরা।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আমাদের স্লোগান হল, স্বচ্ছ তালিকা, স্বচ্ছ সরকার। তাই রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা যাতে স্বর্গীয় ভোটারদের হয়ে ভোট দিতে না পারে তার তালিম দেওয়া হল।
শঙ্কর ঘোষ বলেন, এটা একটা রুটিন বৈঠক হল। রাজ্যে এসআইআর হওয়ার কথা আছে। প্রতিবারই আমাদের দল বুথ লেভেলের কর্মীদের প্রশিক্ষণ দেয়। সারা রাজ্যেই এই কর্মসূচি চলবে। বিধায়কের কথায়, ‘ভোটার লিস্ট থেকে মেদটা কমানো দরকার। কীভাবে আমরা রাজনৈতিক দল হিসেবে সেই কাজে অংশ নিতে পারি, সেটা দেখতে হবে।’
