জলপাইগুড়ি: কলেজের তিন তলাটা মূলত ‘আড্ডা জোন’। ছাত্রছাত্রীরা সেখানে বসে গল্পগুজব করেন। বুধবার সকালটাও তার ব্যতিক্রম ছিল না। ক্লাস শুরু হয়েছিল। ক্লাসরুমের দিকেই যাচ্ছিলেন কয়েকজন ছাত্রী। আচমকাই ওপর থেকে তাঁদের পায়ের সামনে নীচে আছড়ে পড়েন এক ছাত্রী। আকস্মিকতার ঘোর কাটিয়ে ওঠার আগেই দেখেন, ছাত্রীর মাথা, মুখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় কলেজে। তিন তলা পড়ে গিয়েছেন কলেজেরই এক ছাত্রী। উল্কা গতিতে ছড়িয়ে পড়ে খবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধূপগুড়ি সুকান্ত কলেজের তিন তলা থেকে এক ছাত্রী পড়ে গিয়েছেন বলে খবর। গুরুতর আহত ছাত্রীর নাম মাধবী বসুনিয়া। তিনি প্রথম সেমিস্টারের ছাত্রী।
ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের তিনতলায় উঠে অনেকেই বসে থাকেন। জানা যাচ্ছে বুধবার সকালে সেখানেই অন্যান্যদের সঙ্গে বসেছিলেন মাধবী। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, তাঁর হাতে থাকা কাগজ কার্নিশে পড়ে যায়। সেটাকে ঝুঁকে তুলতে গিয়েই নীচে পড়ে যান ছাত্রীটি। কলেজের অধ্যক্ষ বলেন, “ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। রক্ত বেরোচ্ছিল। হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা শুরু করি। বাড়ির লোককে জানাই। কীভাবে পড়ে গেল, সেটা সেভাবে বলা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কার্নিশ টপকে একটা কাগজ নিতে নীচে নেমেছিল। সেখান থেকে কীভাবে পড়ে গেল, সেটা বলা কঠিন। ” যদিও এর পেছনে অন্য ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ কলেজেরই এক ছাত্রী বলছেন, “ওর সঙ্গে বয়ফ্রেন্ডের একটা ঝামেলা চলছিল। সকাল থেকেই অন্য মনস্ক ছিল। প্রজেক্টও অন্য কাউকে জমা দিয়ে দিতে বলে।”
ছাত্রীটিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। সঙ্গে রয়েছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। এই ঘটনার পর আরও একবার কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ যে জায়গা থেকে ছাত্রী পড়ে গিয়েছে সেখানে নেই কোনও রেলিং বা গ্রিল। জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজস্থানের কোটায় পড়তে যাওয়া ধূপগুড়ির এক ছাত্র ছ’তলার ছাদ থেকে পরে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।