Jalpaiguri: নাবালিকাকে গণধর্ষণ করে খুন, ৩ জনকে ফাঁসির সাজা দিল আদালত
Jalpaiguri: ২০২০ সালের অগস্টে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায়। অপহরণ করে ধর্ষণ ও খুনের পর ওই নাবালিকাকে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল।

জলপাইগুড়ি: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তিন জনের ফাঁসির নির্দেশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু শূর ওই নির্দেশ দেন। সাজাপ্রাপ্তরা হল তিরিশ বছরের রহমান আলি, বাড়ি রাজগঞ্জের প্রধানপাড়ায়, বছর আঠাশের জমিরুল হক, বাড়ি শৌলমারি এবং বছর বত্রিশের তমিরুল হক,বাড়ি সদর ব্লকের জহুরির ডাঙ্গামারি এলাকায়।
২০২০ সালের অগস্টে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায়। অপহরণ করে ধর্ষণ ও খুনের পর ওই নাবালিকাকে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল।
২০২০ সালে রাজগঞ্জের প্রধান পাড়ার একটি সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় রাজগঞ্জ ব্লকের সন্নাসীকাটা এলার নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকার মৃতদেহ। গনধর্ষণ করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ করে পরিবার। ঘটনায় গ্রেফতার করা হয় তিন জনকে।
জানা গিয়েছে, ২০২০ সালে নিখোঁজ হয়ে যায় রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েত এলাকার লাল স্কুল পাড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী। এরপর রাজগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। এরপর নাবালিকার মায়ের মোবাইলে পাওয়া অডিয়ো টেপের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় আজ ৩ অভিযুক্তকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি পক্সো আদালতের বিচারক রিন্টু শূর।

।
