বানারহাটে ভ্যাকসিনের লাইনে পদপিষ্টের ঘটনায় বিডিওকে শোকজ, আশঙ্কাজনক ২

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 01, 2021 | 7:58 AM

জলপাইগুড়ি: বানারহাটে ভ্যাকসিনের লাইনে পদপিষ্ট হয়ে আহতরা এখনও চিকিত্সাধীন হাসপাতালে। বর্তমানে সাতজন বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। যাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য তথা ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়। কথা বললেন আহতদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতৃত্ব। […]

বানারহাটে ভ্যাকসিনের লাইনে পদপিষ্টের ঘটনায় বিডিওকে শোকজ, আশঙ্কাজনক ২
আহতদের সঙ্গে দেখা করতে গেলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়

Follow Us

জলপাইগুড়ি: বানারহাটে ভ্যাকসিনের লাইনে পদপিষ্ট হয়ে আহতরা এখনও চিকিত্সাধীন হাসপাতালে। বর্তমানে সাতজন বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। যাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য তথা ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়। কথা বললেন আহতদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, এই ঘটনার জন্য ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বানারহাটের বিডিও-কে শোকজ করা হয়েছে জেলা শাসকের তরফে। কী ভাবে এত বড় ঘটনা ঘটল, কেন স্কুল কর্তৃপক্ষকে আগে থেকে সচেতন করা হয়নি, তা সবই জানতে চাওয়া হয়েছে শোকজে।

মঙ্গলবার জলপাইগুড়ি জেলার নতুন ব্লক বানারহাটের শালবাড়ি ১, শালবাড়ি ২ এবং সাকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েতে টিকা কেন্দ্রের আয়োজন করা হয়। প্রত্যেকটি টিকাকেন্দ্রে ব্যাপক চাপ তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটে শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের দুরামারিতে। সব মিলিয়ে প্রবল হুড়োহুড়িতে পদস্পিষ্ট হন মোট ২৯ জন। এঁদের মধ্যে ৮ জন মারাত্মক আহত হন। সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন এক পুলিশ অফিসার।

শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের দুরামারির একটা বাজারের মধ্যে অবস্থিত চন্দ্রকান্ত হাইস্কুল। আগের দিনই ঘোষণা করা হয়, এলাকায় সকাল থেকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম এবং দ্বিতীয় ডোজ দুটোই মিলবে। মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতেই পুরুষ-মহিলারা ভিড় করেন শিবিরে। পাশের বনবস্তি চা- বাগান এলাকা থেকেও দলে দলে মানুষ এসে ভিড় জমাতে শুরু করেন টিকাকেন্দ্রের সামনে। বেলা দশটার মধ্যে হাজার দুয়েক মানুষ স্কুলের গেটের বাইরে পাকা রাস্তায় দাঁড়িয়ে পড়েন টিকার আশায়।

এদিকে স্কুলের গেটের ভেতর হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মী আর সিভিক ভলান্টিয়ারকে দাঁড় করিয়ে অবস্থার সামাল দেওয়ার চেষ্টা করা হয়। এর জেরে তীব্র উত্তেজনা ছড়াতে থাকে। ভোর থেকে চড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে স্কুলের গেট খোলা না পেয়ে মানুষ উত্তেজিত হয়ে পড়েন। তার পর বেলা দশটার সময় বানারহাট থানার এএসআই অঞ্জন দে-সহ কয়েকজন এসে স্কুলের গেট খুলতেই হুড়মুড়িয়ে মানুষ ঢুকতে শুরু করেন। বাধা দিতে গেলে পুলিশ কর্মীরা বাধা দিতে গেলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। শুরু হয়ে যায় ধ্বস্তাধস্তি। হুড়মুড়িয়ে ঢুকতে গিয়ে একের পর এক পুরুষ-মহিলা মাটিতে পড়ে যান। অন্যরা তাঁদের মাড়িয়েই টিকা নিতে স্কুলের ভেতরে ছোটেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন পুলিশ আধিকারিক অঞ্জন কুমার দে নিজেও। এদিকে বেশ কয়েজন মহিলারা তখন শিশু নিয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে আছেন। পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। খবর পেয়ে বানারহাট থানার আরও পুলিশ বাহিনী চলে আসে। ঘটনার শুরু হয় বিতর্কও। পাশের গ্রাম পঞ্চায়েত শালবাড়ি ২-তেও আরেক টিকা শিবিরে ধ্বস্তাধস্তি তিনজন আহত হন। আরও পড়ুন: টিকাই কাল! পদপিষ্টে জখম বেড়ে ২৯, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৮

 

Next Article