Jalpaiguri Elephant Death: উপুড় হয়ে পড়ে গিয়েছিল, সঙ্গীরা তুলতে গিয়েই ধসে যায় মাটি, শ্বাসরুদ্ধ হয়ে শেষ খুদে প্রাণ

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 26, 2023 | 2:43 PM

Jalpaiguri Elephant Death: বন দফতরের প্রাথমিক অনুমান,  জঙ্গলে ছেড়ে ভোরের দিকে চা বাগানে ঢুকে পড়েছিল হাতির দল। তখন কোনওভাবে বাগানের নালায় পা পিছলে পড়ে যায়। কয়েক ফুট নীচে পড়ে যায়। ফলে আর উঠতে পারেনি

Jalpaiguri Elephant Death: উপুড় হয়ে পড়ে গিয়েছিল, সঙ্গীরা তুলতে গিয়েই ধসে যায় মাটি, শ্বাসরুদ্ধ হয়ে শেষ খুদে প্রাণ
চাপা পড়ে মৃত্যু হস্তিশাবকের
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: নালার মধ্যে পা পিছলে কোনও ভাবে পড়ে গিয়েছিল। সঙ্গে থাকা সাথীরা তাকে তোলারও চেষ্টা করেছিল। তাতে আরও মাটি ধসে নীচে পড়ে। চাপা পড়ে যায় শিশুটি। নালায় মাটি চাপা প়ড়ে মৃত্যু হয় এক হস্তিশাবকের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ ডুয়ার্স চা বাগানে। জানা গিয়েছে,  বুধবার সকালে অন্যান্য দিনের মতোই কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। সে সময়ে তাঁরা ৫৮ নম্বর সেকশনে চা বাগানের নালায় ওই হস্তিশাবকটিকে নালার মধ্যে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার স্কোয়াডের কর্মীদের খবর দেন। কিন্তু অভিযোগ, খবর দেওয়ার তিন ঘণ্টা পর বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণ সেখানে পড়ে থাকে হাতিটি।

বন দফতরের প্রাথমিক অনুমান,  জঙ্গলে ছেড়ে ভোরের দিকে চা বাগানে ঢুকে পড়েছিল হাতির দল। তখন কোনওভাবে বাগানের নালায় পা পিছলে পড়ে যায়। কয়েক ফুট নীচে পড়ে যায়। ফলে আর উঠতে পারেনি। তার সঙ্গে থাকা বাকি হাতিগুলি তাকে তোলারও চেষ্টা করেছিল বলে অনুমান বন কর্মীদের। কারণ আশপাশে আরও বেশ কয়েকটি হাতির পায়ের ছাপ ছিল। কিন্তু তাতে আরও বিপত্তি বাড়ে। কারণ মাটি ধসে চাপা পড়ে যায় হস্তিশাবকটি।

মাটি চাপা পড়েই শ্বাসরুদ্ধ হয়ে হস্তিশাবকটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান বনকর্মীদের। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ প্রকাশ্যে আসবে বলে তাঁরা জানিয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে।

Next Article