জলপাইগুড়ি: বিশ্ব পরিবেশ দিবসে একটা ভাল খবর। ডুয়ার্সে ট্রেনে হাতির কাটা পড়ার বিষয়টি নিত্য ঘটনা হয়ে উঠেছিল। উদ্বিগ্ন ছিল প্রশাসনও। তবে বিশ্ব পরিবেশ দিবসে ফের ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল বুনো হাতি। এবারও ঘটনাস্থল সেই চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝের চাপরামারির জঙ্গল চেরা রেলপথ।
শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশনগামী ইন্টারসিটি এক্সপ্রেসের চালক পঙ্কজ কুমার ও সৈকত মণ্ডল ৭০/৯ নম্বর পিলারের সামনে হঠাৎই একটি হাতি দেখতে পান। বুনোটি সেসময় রেল লাইন পেরিয়ে এক পাশের জঙ্গল থেকে অন্য পাশের জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে চালক জরুরি ব্রেক কষে ট্রেনটির গতি কমিয়ে দেন। হাতিটি ধীরে ধীরে জঙ্গলে ঢুকে যায়। হাতিটি রেললাইন পেরিয়ে চলে যাওয়ার পর চালক ট্রেনের গতি বাড়ায়।
এর আগে গত ২৯ মে ওই রেলপথেই বামনহাট থেকে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের চালকও একইভাবে অন্য আরেকটি হাতিকে বাঁচিয়েছিলেন। ওই ঘটনাটি ঘটে চাপরামারির ৭১/০ নম্বর পিলারের কাছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিভিশন্যাল রেলওয়ে ম্যানেজার দিলীপ কুমার সিং বলেন, “ডুয়ার্সের রেলপথে বন্যপ্রাণীদের গতিবিধির ওপর সতর্ক নজর রেখেই নিয়মিত ট্রেন চালানো হয়।”
জঙ্গলে রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু খবর আখছার শোনা যায়। জঙ্গল ভেদ করা চলা রেললাইনে চলে আসে হাতির দল। মাঝেমধ্যেই ট্রেনে কাটা পড়ে হাতির মৃত্যুর খবর পাওয়া যায়। তবে চালকের তৎপরতায়, বিচক্ষণতায় হাতির প্রাণ বেঁচে যাওয়ার নজিরও নেহাতই কম নয়।