World Environment Day: বিশ্ব পরিবেশ দিবসে তিস্তা নদীর পাড় সাফাই করে সচেতনতার বার্তা পরিবেশ প্রেমীদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 05, 2022 | 12:55 PM

jalpaiguri: তিস্তা নদী এবং সংলগ্ন এক নম্বর পাড় জলপাইগুড়ির শহরবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

World Environment Day: বিশ্ব পরিবেশ দিবসে তিস্তা নদীর পাড় সাফাই করে সচেতনতার বার্তা পরিবেশ প্রেমীদের
তিস্তা পাড় সাফাই কর্মীদের (নিজস্ব ছবি)

Follow Us

জলপাইগুড়ি: রবিবার বিশ্ব পরিবেশ দিবস। তিস্তা পাড়ের সাফাই ও গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন পরিবেশ কর্মীরা।

জলপাইগুড়ি শহরে জন্মদিন থেকে বিবাহ বার্ষিকী কিংবা বন্ধু-বান্ধবরা মিলে গেট টুগেদার সেলিব্রেশন করতে হলে সবাই এক কথায় তিস্তা পাড়কে বেছে নেয়। সেখানে জমিয়ে অনুষ্ঠান করার পর এলাকায় বর্জ্য পদার্থ ফেলে জায়গা নোংরা করে চলে আসে। আর এতেই পরিবেশ দূষণ হয়। এবার সেই এলাকা সাফাই করে সচেতনতা প্রচার করলেন পরিবেশ প্রেমীরা।

তিস্তা নদী এবং সংলগ্ন এক নম্বর পাড় জলপাইগুড়ির শহরবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জায়গাটি শুধুমাত্র শহরের মানুষের অবসর সময়ে হাঁটাহাঁটি, আড্ডা এবং বিনোদনের জন্যই ব্যবহৃত হয় না, সকালে শরীর চর্চা, বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপ এবং ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রেও জায়গাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে বারংবার লক্ষ্য করা যায়, যে কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি প্লাস্টিকের মোড়ক, প্লাস্টিকের বোতল, অ্যালুমিনিয়াম ফয়েল এবং কাঁচের বোতলের মতো জিনিসগুলি ফেলে জায়গাটিকে নোংরা ও অস্বাস্থ্যকর করে তুলছে। বিশ্ব পরিবেশ দিবসে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির পক্ষ থেকে এই এলাকাটিকে পরিষ্কারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিলেন ক্লাব সদস্যরা। ছোট-বড় সবাই মিলে বস্তা বোঝাই বর্জ্য পদার্থ সংগ্রহ করে পরিবেশ সচেতনার বার্তা দিলেন।

ক্লাবের পক্ষে ভাস্কর দাস বলেন, ‘প্রতিদিন কারোর পক্ষেই এই জায়গাটিকে পরিষ্কার করা সম্ভব নয়। একমাত্র মানুষের পরিবেশ সচেতনতাই জায়গাটিকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। তাই আমরা ক্লাবের সবাই মিলে তিস্তা নদীর পাড় সাফাই করে মানুষকে সচেতন করার চেষ্টা করলাম।’

Next Article