Jalpaiguri Flood Situation: রাতভর বৃষ্টি জলপাইগুড়িতে, জলবন্দি নীচু এলাকা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 28, 2022 | 10:12 AM

Jalpaiguri Flood Situation: সোমবার রাতভর বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি না হলেও হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে সোমবার যে পরিমাণ জল জমে গিয়েছিল।

Jalpaiguri Flood Situation: রাতভর বৃষ্টি জলপাইগুড়িতে, জলবন্দি নীচু এলাকা
অতি বৃষ্টিতে ভাঙল ব্রিজ

Follow Us

জলপাইগুড়ি: গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। ফের জলবন্দি শহরের নীচু এলাকা। ফের জলবন্দি জলপাইগুড়ি শহর। রাতভোর বৃষ্টিতে প্লাবিত শহরের একাধিক ওয়ার্ড। বৃষ্টিতে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা করলা নদীর জলস্ফিতি। করলার জলে প্লাবিত নীচ মাঠ, পরেশ মিত্র কলোনি এলাকা। রাত থেকে মুশলধারায় বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে। তাতেই করলা নদীর জলস্তর বেড়ে পরেশ মিত্র কলোনি, নীচ মাঠ এলাকায় জল ঢুকে পড়ে।

সোমবার রাতভর বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি না হলেও হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে সোমবার যে পরিমাণ জল জমে গিয়েছিল। শহরের দু’একটি নীচু এলাকা ছাড়া তেমন ভাবে জল জমে থাকার খবর নেই।

অপরদিকে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি রয়েছে। মঙ্গলবার সকালে তিস্তা ব্যারেজ থেকে ১২৬৪.০৭ কিউসেক জল ছাড়া হয়েছে। তবে নদী পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জল দাঁড়িয়ে গিয়েছে শহরের কদমতলা, পাণ্ডাপাড়া, মহামায়া পাড়া, মোহন্ত পাড়া, রেস কোর্স পাড়া, দুই নম্বর ঘুমটি, স্টেশন রোড এলাকায়। সকাল থেকে চরম দুর্ভোগের শিকার বাসিন্দারা। এক স্থানীয় বাসিন্দা বলেন, “এক দিনের বৃষ্টিতেই এই অবস্থা। গোটা বর্ষাকাল তো পড়ে রয়েছে। ফি বছর আমাদের এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। স্থানীয় প্রশাসনিক কর্তাদের বারংবার বিষয়টি বলেছি। দেখা হচ্ছে, দেখব… এই আশ্বাসও বহু মিলেছে। কিন্তু কাজ কতটা হয়েছে, তার প্রমাণ তো হাতেনাতে দেখতেই পাচ্ছেন।”

সোমবার থেকেই স্কুল খুলছে। খুদেগুলোর অবস্থা তথৈবচ। তাদের তো একেবারে হাঁটু অবধি জল। পিঠে ব্যাগ, জলের মধ্যে তাদের স্কুলে যেতে ভীষণ খারাপ অবস্থা। এদিন বাবার পিঠে চেপে বাচ্চাদের স্কুলে যেতে দেখা গিয়েছে।

Next Article