Jalpaiguri: তা বলে স্ত্রী ও মেয়েকেও ছাড়বেন না! ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন সত্যরঞ্জন
Jalpaiguri: অভিযুক্ত ব্যক্তির নাম সত্যরঞ্জন সরকার। তিনি পেশায় কৃষক। অভিযোগ, ওই ব্যক্তি মদ ও জুয়া খেলায় আসক্ত থাকতেন। এই নিয়ে স্ত্রী ও মেয়ে বাধা দিতেন বলে সংসারে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, শনিবার সকালে এই ইস্যু নিয়ে নতুন করে ঝামেলা শুরু হয়।
জলপাইগুড়ি: জুয়া খেলা নিয়ে পারিবারিক অশান্তি। ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী ও মেয়েকে কুপিয়ে খুনের চেষ্টা। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের নন্দরপুর এলাকার।
অভিযুক্ত ব্যক্তির নাম সত্যরঞ্জন সরকার। তিনি পেশায় কৃষক। অভিযোগ, ওই ব্যক্তি মদ ও জুয়া খেলায় আসক্ত থাকতেন। এই নিয়ে স্ত্রী ও মেয়ে বাধা দিতেন বলে সংসারে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, শনিবার সকালে এই ইস্যু নিয়ে নতুন করে ঝামেলা শুরু হয়। এরপরই সত্যরঞ্জন ধারাল অস্ত্র দিয়ে তার মেয়ে ও স্ত্রীর উপর হামলা চালায়। এরপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে আসে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
অপরদিকে, ঘটনার খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে নন্দন যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কিন্তু ততক্ষণে অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, তাঁকে গ্রেফতার করতে শুরু হয় তল্লাশি। আহতের আত্মীয় বলেন, “আমার জামাইবাবু দিদি আর ভাগ্নিকে মেরেছে। আগাগোড়াই মারধর করত। অশান্তি ছিল। তবে এভাবে দুজনকে কোপাবে ভাবিনি।”