Jalpaiguri: দশমীর দিন সকলের চোখের আড়ালেই চলছিল কাজ, একাদশীতে দোকান খুলতেই চোখ কপালে

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 25, 2023 | 12:49 PM

Jalpaiguri: জানা গিয়েছে, দশমীর রাত্রিবেলা বিসর্জনে ব্যস্ত ছিল গোটা শহর। সেই সময়কেই কাজে লাগায় চোরের দল। ধুপগুড়ি থানা থেকে মাত্র ৫০ ফুট দূরে থাকা বাজারে চুরি করে পালাল তারা। স্থানীয় সূত্রে খবর, এলাকার ব্যবসায়ী সুকুমার ঘোষের দোকান থেকে টিনের বেড়া ভেঙে লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে তারা।

Jalpaiguri: দশমীর দিন সকলের চোখের আড়ালেই চলছিল কাজ, একাদশীতে দোকান খুলতেই চোখ কপালে
ধূপগুড়িতে চুরি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ধূপগুড়ি: থানার উল্টোদিক। হামেশাই পুলিশ কর্মীদের আনাগোনা থাকে। কিন্তু তারপরও চুরির ঘটনা। থানার উল্টোদিকের দোকান থেকে প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালাল চোরের দল। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে।

জানা গিয়েছে, দশমীর রাত্রিবেলা বিসর্জনে ব্যস্ত ছিল গোটা শহর। সেই সময়কেই কাজে লাগায় চোরের দল। ধুপগুড়ি থানা থেকে মাত্র ৫০ ফুট দূরে থাকা বাজারে চুরি করে পালাল তারা। স্থানীয় সূত্রে খবর, এলাকার ব্যবসায়ী সুকুমার ঘোষের দোকান থেকে টিনের বেড়া ভেঙে লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে তারা।ব্যবসায়ীদের অভিযোগ, এর আগে পরপর দু’বার চুরির ঘটনা ঘটেছিল। এই নিয়ে তিনবার একই ঘটনা। তাঁদের আরও দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এমনকী হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তারা। এক সপ্তাহে ওই এলাকায় পাঁচটি চুরির ঘটনা ঘটল।

উল্লেখ্য, কয়েকদিন আগে শলাপট্টি এলাকায় দুটি চুরির ঘটনা ঘটেছিল। এরপর ফের খোয়া গেল জিনিস। তাই চিন্তিত সাধারণ মানুষ। ব্যবসায়ী কৃষ্ণ ঘোষ বলেন,”এখানে থানার এমন অবস্থা হয়ে গেছে কেউ কেউ কাজ করছে না। এই যে তিনবার চুরি হল পুলিশ কোনও কিনারাই করছে না। আর এখানে তো অসামাজিক কাজ প্রচুর হচ্ছে। কোনও ব্যবস্থাই নিচ্ছে না পুলিশ।”

Next Article