Jalpaiguri: রাজ্যে ফের জাপানি এনসেফালাইটিসের থাবা, মৃত ৩
Jalpaiguri: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে ফের নতুন করে আরও একজন জাপানি এনসেফালাইটিস রোগে আক্রান্ত হয়েছে বলে খবর। এবার আক্রান্ত হয়েছে এক নাবালক। তাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

জলপাইগুড়ি: ফের জাপানি এনসেফালাইটিসের থাবা জলপাইগুড়িতে। আক্রান্ত বেড়ে ৬। ৩ জনের মৃত্য়ু হয়েছে এর মধ্যে। বাড়ছে উদ্বেগ।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে ফের নতুন করে আরও একজন জাপানি এনসেফালাইটিস রোগে আক্রান্ত হয়েছে বলে খবর। এবার আক্রান্ত হয়েছে এক নাবালক। তাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই নিয়ে রাজগঞ্জ ব্লকে দুজন আক্রান্ত হয়েছে। যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
নতুন করে আক্রান্তের খবর সামনে আসতেই তৎপর স্বাস্থ্য দফতর। ব্লক স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে মঙ্গলবার এলাকা ঘুরে দেখে স্বাস্থ্য দফতরের টিম। সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মীরা। আক্রান্তের বাড়ি ও আশপাশের বাড়ি-সহ গ্রামের বিভিন্ন এলাকায় ঝোপ জঙ্গল খুটিয়ে দেখেন তাঁরা। বিভিন্ন জায়গায় জমা জলে মশার লার্ভা থাকতে পারে। তাই এলাকা সাফাই এর উপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়। এলাকায় কোনও শূকরের ফার্ম রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। আক্রান্তের পরিবারের হাতে বিশেষ ওষুধ-যুক্ত মশারি তুলে দেওয়া হয়।
রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় বলেন, “রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বাড়ির পাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির কোন জায়গায় যেন জমা জল না থাকে তার দিকে নজর দিতে হবে। এছাড়াও স্বাস্থ্য দফতরের কর্মীরা সমস্ত জায়গায় স্প্রে করার ব্যবস্থা করছে।”
রাজ্যের সহ স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার পুরন শর্মা বলেন, ” আতঙ্কিত হওয়ার কারণ নেই। যেইসব এলাকায় শূকরের ফার্ম রয়েছে সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ফগিং সহ প্রয়োজনীয় পদক্ষেপ করা শুরু হয়েছে।”

