জলপাইগুড়ি: পথ ভুল করে হেঁটেই চলে এসেছিল প্রায় ২৫ কিলোমিটার। দিকভ্রান্ত শিশুকে বাড়িতে ফেরাল পুলিশ। সূত্রের খবর, ধূপগুড়ি ব্লকের কালিরহাট এলাকায় একটি শিশুকে বুধবার সন্ধ্যায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার কথাবার্তায় অসঙ্গতি দেখে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। এরপর ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ জানিয়েছে, ওই নাবালক জানায়, তার বাড়ি ময়নাগুড়ি আমবাড়ি এলাকায়। এর পর ধূপগুড়ি থানার তরফে ময়নাগুড়ি থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ময়নাগুড়ি থানার পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এরপর রাত ১১ নাগাদ ময়নাগুড়ির পানবাড়ি থেকে পরিবারের সদস্যরা এসে শিশুটিকে
পুলিশের কাছ থেকে নিয়ে যান।
উল্লেখ্য, ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার বাসিন্দা নকুল মন্ডল। তার ১৪ বছরের ছেলে প্রেমানন্দ মন্ডল কিছুটা মানসিক ভারসাম্যহীন। বুধবার সন্ধ্যায় নকুল মন্ডল দেখেন, বাড়িতে তাঁর ছেলে নেই। অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায় না।
পরিবারের তরফ থেকে তখন সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। কোথায় গিয়ে থাকতে পারে ছেলে, তাঁরা কোনও সূত্রই খুঁজে পাচ্ছিলেন না। এরপর পুলিশের সহযোগিতায় ছেলেকে ফিরে পেয়ে খুশি নকুল মন্ডল।
ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেন। শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাতে খুশি পরিবার।
পরিবারের এক সদস্য বলেন, “ছেলেটার একটু সমস্যা রয়েছে। বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে জানতেই পারি নি আমরা। হাঁটতে হাঁটতেই অনেকটা দূর চলে গিয়েছে। ভাগ্যিস ওকে আমরা ফিরে পেলাম। আমরা খোঁজ শুরু করেছিলাম। কিন্তু যেদিকে গিয়েছে, সেই দিকে তো খোঁজ করিনি।”