জলপাইগুড়ি: স্টেশনে ট্রেন ধরবেন বলে তখনও দাঁড়িয়ে প্রচুর লোকজন। আচমকা চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়লেন এক ব্যক্তি। আর ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হল তাঁর। জলপাইগুড়ির বেলাকোবা স্টেশনের ৯ নম্বর রেলগেটের ঘটনা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গিয়েছে, বেলাকোবা লাইন দিয়ে একটি মাল ট্রেন যাচ্ছিল। সেই আচমকাই ওই ব্যক্তি রেললাইনে শুয়ে পড়ে। মাল গাড়িটি তার উপর দিয়ে চলে যায়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় ও রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন আগে সেন্ট্রাল ব্যাঙ্কের বেলাকোবা শাখায় অ্যাকাউনটেন্ট পদে কর্মরত ছিলেন। পরে তিনি অন্যত্র বদলি হয়ে যান। কিন্তু তাঁর নাম ও ঠিকানা কেউ বলতে পারনি। ঘটনায় রেল পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা বুড়া চক্রবর্তী বলেন, “আমি শুনলাম কাটা পড়েছে। এবার রেললাইনে উনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু করছেন তা জানি না। ওর সঠিক ঠিকানা এখনও পাওয়া যায়নি।” রেলর গেট ম্যান সন্তোষ কুমার চৌহান বলেন, “আজ আমি সিগন্যাল দিয়েছিলাম। সেই সময় ট্রেন আসছিল। হঠাৎই দেখি সাদা পরা একজন ব্যক্তি ট্রেনের রেললাইনের সামনে শুয়ে পড়েন। আর তারপর ট্রেন ওর গায়ের উপর দিয়ে চলে যায়।”