Jalpaiguri Physical Harassment: দলিত বিধবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 15, 2023 | 6:13 PM

Jalpaiguri: গত বুধবার ১৩ ডিসেম্বর ওই মহিলার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। মহিলার দাবি, তাঁর গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে তিন জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।

Jalpaiguri Physical Harassment: দলিত বিধবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ
ধৃত অভিযুক্তরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: দলিত বিধবা মহিলাকে ধারাল অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে  গিয়ে গণধর্ষণের অভিযোগ। ভয়ঙ্কর ঘটনা জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত আরও এক জন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধূপগুড়ি থানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, গত বুধবার ১৩ ডিসেম্বর ওই মহিলার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা।  মহিলা বাড়িতে একাই থাকেন। মহিলার দাবি, তাঁর গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে জঙ্গলে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানে তাঁকে তিন জন মিলে গণধর্ষণ করেন এবং জঙ্গলেই ফেলে রেখে চলে যান বলে অভিযোগ। বৃহস্পতিবার ধূপগুড়ি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

পুলিশ মহিলার শারীরিক পরীক্ষা করায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এলাকা থেকেই তিন জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আরও এক জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

এ বিষয়ে তৃণমূলের জেলা সম্পাদক অরূপ দে বলেন, “এটা অসামাজিক কাজ। মানুষ কখনও এটা মেনে নেবে না। অভিযুক্তদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। এমন শাস্তি প্রয়োজন, যা দেখে ভয় পেয়ে যায় সমাজ।”

অন্যদিকে, বিজেপি জেলা সম্পাদক শ্যামাপ্রসাদ বলেন, “বাংলার নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে।” রাজনৈতিক তরজা ভুলে যুযুধান প্রতিপক্ষ চাইছে অপরাধীদের কড়া শাস্তি।

Next Article