Jalpaiguri: ডুয়ার্সে হাড় কাঁপানো শীতের ভোরে কুয়াশার আড়ালে পুলিশের সামনেই চলছে হাতবদলের খেলা, শরীর গরম করছেন ওঁরা!

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 15, 2023 | 2:11 PM

Jalpaiguri: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার উত্তরবঙ্গে দাঁড়িয়েও পাচারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন। প্রশাসনকে আরও বেশি সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। তারপরও কাজের কাজ কিছুই হয়নি, তার প্রমাণ মিলল। 

Jalpaiguri: ডুয়ার্সে হাড় কাঁপানো শীতের ভোরে কুয়াশার আড়ালে পুলিশের সামনেই চলছে হাতবদলের খেলা, শরীর গরম করছেন ওঁরা!
কুয়াশা ঢাকা ডুয়ার্সেই চলছে হাতবদলের খেলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

 জলপাইগুড়ি:  তাপমাত্রা সেখানে ৯-১০ ডিগ্রি। শীতে জুবুথুবু শহর। কুয়াশার চাদরের তলায় শীতঘুমে লোকালয়। কিন্তু এই কুয়াশাচ্ছন্ন দিনেই আসল কাজ সারছেন, যাঁদের সারার কথা। নদীর ধারে ভিড় জমাচ্ছেন তাঁরা। ভোরের আলো ফোটার আগেই টার্গেট ফিল আপ। বস্তা বস্তা বালি উঠে যাচ্ছে লরিতে। একসঙ্গে কাজ করছেন জনা চল্লিশেক। সকালে ৮টার মধ্যে ‘অপারেশন সাকসেসফুল’।  কুয়াশার আড়ালে রমরমিয়ে চলছে বালি পাচার। অভিযোগ উঠছে, এই শীতে আরও বেশি করে সক্রিয় হয়ে উঠছেন পাচারকারীরা।  পুলিশ নাকা চেকিংয়ের সামনে দিয়েই বুক চিতিয়ে চলছে এই কারবার। অভিযোগ এলাকাবাসীদেরই।  প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার উত্তরবঙ্গে দাঁড়িয়েও পাচারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন। প্রশাসনকে আরও বেশি সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। তারপরও কাজের কাজ কিছুই হয়নি, তার প্রমাণ মিলল।

শুক্রবার ধূপগুড়ি থানার স্টেশন শালবাড়ি এলাকার ডুডুয়া নদীর ধারে অবাধে চলছে বালি পাচার। স্টেশন শালবাড়ির এলাকায় পুলিশের নাকা চেকিং রয়েছে। কিন্তু ক্যামেরায় ধরা পড়ল  ঠিক উল্টো দিক থেকেই একের পর এক ট্রাক্টরে বালির বস্তা উঠছে।  নির্দেশ কি শুধুমাত্র কাগজে-কলমে প্রশ্ন তুলেছে বিরোধীরা

স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, “আমরা থানা ও এসপির সঙ্গে কথা বলব। ওখানকার প্রধান তো বিজেপির। বালি পাচারে আসলে তো বিজেপির লোকই জড়িত। আমরা বিএলআরও-কেও জানাচ্ছি।”

বিজেপি নেতার আবার বক্তব্য, “বালি পাচারের সঙ্গে তৃণমূলই জড়িত। পুলিশ তো চুপচাপ বসে রয়েছে। বিজেপির লোক করলে কী পুলিশ চুপ করে বসে থাকত। আমাদের লোককে তো মিথ্যা মামলায় এমনিতেই ধরে।” স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article