আস্ত একটা হরিণ খেয়ে পেট ফুলে ঢোল, মরণাপন্ন অবস্থা! দৃশ্য দেখে স্তম্ভিত এলাকাবাসীরা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 06, 2021 | 2:03 PM

Jalpaiguri: সোমবার সকালে ডুয়ার্সের খয়েরবাড়ি জঙ্গল সংলগ্ন এলাকায় জঙ্গল সাফাই করছিলেন।

আস্ত একটা হরিণ খেয়ে পেট ফুলে ঢোল, মরণাপন্ন অবস্থা! দৃশ্য দেখে স্তম্ভিত এলাকাবাসীরা
নিজস্ব চিত্র

Follow Us

জলপাইগুড়ি: হরিণ খেয়ে পেট ফুলে ঢোল, মরণাপন্ন অবস্থা অজগরের। চাঞ্চল্য খয়েরবাড়ি এলাকায়। নড়াচড়ারও ক্ষমতা হারিয়েছে সে। ডুয়ার্সের খয়েরবাড়ি জঙ্গল সংলগ্ন এলাকায় এ এক অন্য ঘটনা।

জানা গিয়েছে, সোমবার সকালে ডুয়ার্সের খয়েরবাড়ি জঙ্গল সংলগ্ন এলাকায় জঙ্গল সাফাই করছিলেন। তখনই খসখস শব্দ শুনতে পান শ্রমিকরা। সেসময় তাঁরা লক্ষ্য করেন, একটি অজগর সাপ হরিণ গিলে খাচ্ছে। এই দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

হরিণের আকারও বেশ বড়। কোনওমতে গিল পেটে ঢোকানোর চেষ্টা করছে অজগর। আর এদিকে তার পেট ফুলে ঢোল! চলার ক্ষমতাও রীতিমতো হারিয়েছে। স্থানীয় বাসিন্দার কথায়, “গিলতে যেন পারছিল না, তবুও গিলে খেল… এখনও অবস্থা দেখো! এমন দৃশ্য আগে নিজের চোখে দেখিনি।”

আরেক বাসিন্দার কথায়, “হরিণটা কিন্তু বেশ বড় ছিল। যেভাবে ধীরে ধীরে পুরোটা গিলে নিল অজগর, তা অবাক করার মতো! এখন আর নড়তে পারছে না।”

বাকি কয়েকজনের দাবি, দু’দিন আগেই অজগরটি বড়ো কিছু আহার করেছে। যার ফলে পেট ফুলে রয়েছে। কোথাও যেতে পারেনি। বলতে গেলে মরণাপন্ন অবস্থা অজগরটির। এমনকি স্থানীয় অনেকেই সেই অজগরটির ছবি তুলেছেন, অনেকে এসে সেলফি তুলেছেন বলেও দাবি স্থানীয় অনেকের।

উল্লেখ্য, ডুয়ার্সের বিভিন্ন লোকালয়ে বর্ষা শুরু হতেই দেখা মেলে অজগরের। নীচু জায়গায় জল জমে যায়, যেকারণে খাবারের সন্ধানে অজগর লোকালয়ে চলে আসে। এর আগে একাধিকবার হাঁস, ছাগল খাওয়ার মতো অবস্থায় অজগর দেখা গিয়েছে। এমনকি কিছুদিন আগেই ডুয়ার্সের লোকালয়ে এসে হাঁসের খাঁচায় ঢুকে পাঁচটি হাঁস সাবাড় করেছিল অজগর। তবে এর আগেও হরিণকে আহার করেছিল অজগর।

 

নিজস্ব চিত্র

তবে এবার নিজের চেহারার তুলনায় অনেক বেশি বড়ো মাপের অজগর খাওয়ার ফলে এই বিপত্তি বলে দাবি স্থানীয়দের। অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “শুনেছি হরিণ খেয়েছে অজগর সাপটি। লম্বা প্রায় পনেরো ফুট হবে, বৃহৎ আকারের কোন প্রাণী খাওয়াতেই সেটি নড়াচড়া করতে পারছে না।”
তবে অসহায় অজগরকে বিরক্ত করতেও দেখা যাচ্ছে অনেক গ্রামবাসীকে। অনেককে তার গায়ে খোঁচা দিতে দেখা যাচ্ছে। অনেকে আবার এতই ছবি তুলছে যে ফ্ল্যাশের আলোয় বিরক্ত হচ্ছে। অনেকে তুলছে সেলফিও। বন্যপ্রাণীকে এইভাবে বিরক্ত যাতে না করা হয়, তার জন্য আগেও অনেকবার বন দফতর সতর্ক করেছে। তবে এবার তার অন্যথা হতেই দেখা গেল।

বন দফতরের কর্মীরা নজরদারি চালাচ্ছেন, যাতে অজগর সাপ টিকে কেউ আঘাত করতে না পারে বা বিরক্ত করতে না পারে। খাবার হজম হলে সে নিজেই আর জঙ্গলের গভীরে ফিরে যাবে বলে মনে করছেন তাঁরা। বনকর্মীদের কথায়, এমনটা হয় অনেকক্ষেত্রে। অনেকদিন এইভাবে এক জায়গায় পড়ে থাকে। তারপর হজম হলে নিজেই চলে যাবে জঙ্গলে। আরও পড়ুন: মিথ্যা মামলায় গ্রেফতার হতে পারেন, আদালতের কাছে সুরক্ষাকবচ চাইলেন শুভেন্দু!

 

Next Article