Tv9 বাংলার প্রচেষ্টায় পাসপোর্ট হাতে পেলেন জাতীয় দলের খেলোয়াড়, খেলতে যাচ্ছেন উজবেকিস্তান

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Sep 06, 2021 | 11:30 PM

National Player:  Tv9 বাংলা ও পোস্ট অফিসের যৌথ মানবিক উদ্যোগে নিশ্চিত হল জাতীয় স্তরের আদিবাসী তরুনী খেলোয়াড়ের বিদেশ যাত্রা। পাসপোর্ট হাতে পেয়ে Tv9 বাংলা-কে ধন্যবাদ জানালেন আদিবাসী পরিবার।

Tv9 বাংলার প্রচেষ্টায় পাসপোর্ট হাতে পেলেন জাতীয় দলের খেলোয়াড়, খেলতে যাচ্ছেন উজবেকিস্তান
হাসি ফুটল কোচের মুখে

Follow Us

জলপাইগুড়ি: Tv9 বাংলা ও পোস্ট অফিসের যৌথ মানবিক উদ্যোগে নিশ্চিত হল জাতীয় স্তরের আদিবাসী তরুনী খেলোয়াড়ের বিদেশ যাত্রা। পাসপোর্ট হাতে পেয়ে Tv9 বাংলা-কে ধন্যবাদ জানালেন আদিবাসী পরিবার।

জলপাইগুড়ি সরস্বতীপুর চা বাগানের বাসিন্দা নিকিতা ওঁরাও। জাতীয় স্তরের নামী রাগবি প্লেয়ার তিনি। জাতীয় রাগবি দলের অনুর্ধ্ব ১৮ বিভাগে খেলোয়াড়। এবারে জাতীয় দলের হয়ে আগামী ১৭ সেপ্টেম্বর তিনি উজবেকিস্তানে তাঁর খেলার কথা। কিন্তু খেলার জন্য নির্বাচিত হয়েও বাধ সাধে পাসপোর্ট। উজবেকিস্তানে যাবার জন্য ওড়িশা ক্যাম্পে অনুশীলন করেছেন। নিরন্তর পরিশ্রম করে নিজেকে তৈরি করছেন তিনি। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক রাগবি খেলা।

এদিকে নিকিতার কাছে পাসপোর্ট না থাকায় তিনি পাসপোর্টের আবেদন করেছিলেন। সেই পাসপোর্ট আজ শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি হেড পোস্ট অফিস আসে। পাসপোর্টটি জলপাইগুড়ি হেড পোস্ট অফিস থেকে আগামীকাল তার স্থানীয় পোস্ট অফিস যাবার কথা ছিলো। ইতিমধ্যে এদিন সকালে নিকিতাকে ক্যাম্প থেকে বলা হয় আজ অর্থাৎ, সোমবারের মধ্যেই তাঁর পাসপোর্টের ফটোকপি ভিসার জন্য জমা দিতে হবে। নইলে তাঁর উজবেকিস্তানে যাওয়াই হবে না। এরপর সমস্যায় পড়ে নিকিতা। তিনি চটজলদিযোগাযোগ করেন তার কোচ রোশন এক্কার সঙ্গে।

কিন্তু কোচ রোশন এক্কাও কী করবেন ভেবে উঠতে পারছিলেন না। এদিক ওদিক চেনাজানাদের মধ্যে যোগাযোগ করতে থাকেন তিনি। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এরপর তিনি জলপাইগুড়ি জেলার Tv9 বাংলার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। সংক্ষেপে ঘটনার বর্ণনা শুনেই পোস্ট অফিসের জলপাইগুড়ি বিভাগের সুপারিন্টেন্ডেন্ট অফ পোস্ট অফিসেস অমল কৃষ্ণ ঘোষের কাছে ছুটে যান Tv9 বাংলার প্রতিনিধি। আমাদের কাছ থেকে সেই খবর শুনে সঙ্গে সঙ্গে উদ্যোগ নেন তিনি।

এরপর বেলা আড়াইটে নাগাদ তিনি জলপাইগুড়ি হেড পোস্ট অফিস থেকে বিশেষ ব্যবস্থা করে মোটর বাইক আরোহী দুই কর্মীকে দিয়ে জলপাইগুড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে স্থানীয় প্রসন্ন নগর পোস্ট অফিসে নিকিতার পাসপোর্ট ব্যাগ পাঠিয়ে দেওয়া হয়। এরপর নিকিতা ই-মেল করে তাঁর অথরাইজেশন লেটার পোস্ট অফিসের ঠিকানায় পাঠান। এর পর তাঁর বাবা প্রসন্ন নগর পোস্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করেন।

Tv9 বাংলা ও পোস্ট অফিসের এই মানবিক উদ্যোগ দেখে শেষে হাসি ফোটে আদিবাসী পরিবারের মুখে। প্রসঙ্গত উল্লেখ্য, এবার সরস্বতী পুর চা বাগান এলাকা থেকেও নিকিতা ওঁরাও এবং সোনালী ওঁরাও, এই দু’জন জেলার বাসিন্দা দেশের রাগবি টিমে প্রতিনিধিত্ব করছেন। কোচ রোশন এক্কা বলেন, “এক মুহূর্তে মনে হয়েছিল হয়ত সুযোগটা মিস হয়ে যাবে। কিন্তু Tv9 বাংলার আন্তরিক চেষ্টায় সেটা সফল হল। অসংখ্য ধন্যবাদ।” আরও পড়ুন: ‘আরএসএস, বিজেপির থেকেও ভয়ঙ্কর ত্বহা সিদ্দিকি’ পোস্টারে ছয়লাপ, তৃণমূলের দিকে আঙুল তুললেন পীরজাদা!

Next Article