জলপাইগুড়ি: স্কুলে সারপ্রাইজ ভিজিট বিচারপতির। প্রচুর শিক্ষক অনুপস্থিত দেখে রিপোর্ট তলব। চাঞ্চল্য জেলার শিক্ষা মহলের অন্দরে। বর্তমানে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা শুনতে অন্যান্য বিচারপতিদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার দুপুরে আচমকাই তাঁকে জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন ফণীন্দ্র দেব আচমকা পরিদর্শনে যেতে দেখা যায়। খোদ বিচারপতি স্কুলে যাচ্ছেন, এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় জলপাইগুড়ি শহরে। বিদ্যালয়ে কেমন পঠনপাঠন চলছে সে বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। স্কুলের পরিকাঠামো কেমন রয়েছে সে বিষয়েও খোঁজ নেন। বিভিন্ন ক্লাসের ছাত্রদের সঙ্গেও কথা বলেন। এদিকে তিনি যখন ঘুরে দেখছেন স্কুল, তখনই দেখা যায় স্কুলের নর্দমায় মিড ডে মিলের ভাত পরে রয়েছে। সেই সময় ওই জায়গায় ছিলেন ডি আই (সেকেন্ডারি) বালিকা গোলে। তার কাছে বিষয়টি জানতে চান বিচারপতি।
এখানেই না থেমে তিনি প্রধান শিক্ষকের ঘর থেকে স্কুলের রেজিস্ট্রার খাতাও আনতে বলেন। এতেই কার্যত ভ্যাবাচেকা খায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা। খাতা আসতেই দেখা যায় স্কুলের মোট ৪৫ জন শিক্ষকের মধ্যে ১২ জন আসেননি। একইসঙ্গে কী করে এতজন শিক্ষক অনুপস্থিত থাকতে পারেন, সেই প্রশ্ন ওঠে। উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। রিপোর্টও তলব করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, আগে স্কুলগুলিতে সারপ্রাইজ ভিজিট হত। এখন হয় না। মূলত এই কারনেই স্কুল পরিদর্শনে আসা। পড়ুয়ার সংখ্যা দেখে খুব ভাল লাগল। কিন্তু স্কুলের পরিকাঠামোতে খামতি রয়েছে। আজ প্রচুর শিক্ষক অনুপস্থিত দেখলাম। রিপোর্ট করতে বললাম।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিমান বোস বলছেন, ডি আই ম্যাডামের সঙ্গে আমাদের স্কুলে বিচারপতি বিশ্বজিৎ বসু এসেছিলেন। তবে ওনার আসার খবর আমার কাছে ছিল না। উনি আমাদের স্কুল পরিদর্শন করলেন। আমাদের স্কুলে প্রায় ২০০০ পড়ুয়া রয়েছে। কিন্তু সেই অনুপাতে শিক্ষক কম। আমরা এই বিষয়টি ওনাকে জানিয়েছি। উনি স্কুলের রেজিস্ট্রার দেখলেন। আমাদের স্কুলে আজ ১২ জন শিক্ষক অনুপস্থিত ছিল। কয়েকজন ছুটিতে আছেন। কয়েকজন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক খাতা আনার জন্য অন ডিউটি রয়েছেন। দুজনের মা মারা গিয়েছে।
পরিদর্শন প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক ( ডি আই) বালিকা গোলে বলেন, আজ স্কুলে আজ ১২ জন শিক্ষক অনুপস্থিত ছিলো। উনি রিপোর্ট দিতে বলেছেন। আমরা নির্দিষ্ট সময়ে অবশ্যই রিপোর্ট সার্কিট বেঞ্চে উনার এজলাসে পেশ করব। স্কুলের পরিকাঠামো খামতি নিয়ে বলেছেন। আমরা নিশ্চয়ই সেগুলি নিয়ে ব্যবস্থা নেব।