Abhishek Banerjee: ‘৩ হাজার কোটি টাকা খরচে রামমন্দির হয়েছে, আপনি ছাদের টাকা পাননি’, বললেন অভিষেক

Prasenjit Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Mar 14, 2024 | 7:18 PM

Abhishek Banerjee: অভিষেক বলেন, গণতন্ত্রে কোনও নেতা শেষ কথা বলে না। নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক যাঁরা হন, মানুষ চান বলে হন। মানুষ না চাইলে সকলে 'বিগ জিরো'। তাঁর কথায়, "ইডি, সিবিআই, অর্থবল খরচ করে মানুষের টাকা পয়সা আটকে রাখবে। মানুষ চাইলে এই ঔদ্ধত্য ভেঙে পড়তে ৫ মিনিটও লাগবে না।"

Abhishek Banerjee: ৩ হাজার কোটি টাকা খরচে রামমন্দির হয়েছে, আপনি ছাদের টাকা পাননি, বললেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Twitter

Follow Us

ময়নাগুড়ি: জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ময়নাগুড়িতে একটি সভা করেন তিনি। সেই সভা থেকে অভিষেক প্রশ্ন তোলেন, ২০১৯ সালে মানুষ নিজেদের অধিকার বুঝে নিতে আদৌ ভোট দিয়েছিলেন? অভিষেক বলেন, “সব ভোট দিয়েছিলেন ধর্ম আর রামমন্দিরকে সামনে রেখে। আজ ভারতবর্ষে ৩ হাজার কোটি টাকা খরচ করে রামমন্দির হয়েছে। আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি। কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি।” অভিষেকের কথায়, জল্পেশ মন্দিরের নাম করে কখনও তৃণমূল ভোট চায় না। ধর্ম বাড়িতে হওয়া উচিত, ভোট কাজের নিরিখে হওয়া দরকার।

অভিষেক বলেন, গণতন্ত্রে কোনও নেতা শেষ কথা বলে না। নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক যাঁরা হন, মানুষ চান বলে হন। মানুষ না চাইলে সকলে ‘বিগ জিরো’। তাঁর কথায়, “ইডি, সিবিআই, অর্থবল খরচ করে মানুষের টাকা পয়সা আটকে রাখবে। মানুষ চাইলে এই ঔদ্ধত্য ভেঙে পড়তে ৫ মিনিটও লাগবে না।”

এরপরই লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তোলেন অভিষেক। বলেন, একুশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। মানুষ তাঁকে ভোট দিয়েছে, তিনিও কথা রেখেছেন। অভিষেক মনে করিয়ে দেন, প্রথমে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলেও এখন তা ১০০০ টাকা হয়েছে। বছরে ১২ হাজার টাকা। একইসঙ্গে অভিষেক বলেন, “২০২৩-এর পঞ্চায়েতে আমি সর্বত্র গিয়ে অনুরোধ করেছিলাম ১০০ দিনের টাকা যাতে পান সেই অধিকার সামনে রেখে ভোট দিন। ভোট দিয়েছেন। ১০০ দিনের টাকা পেয়েছেন কি না বলুন?”

Next Article