Abhishek Banerjee: ‘বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না’, ময়নাগুড়ি থেকে বার্তা অভিষেকের

Prasenjit Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Mar 14, 2024 | 6:26 PM

Abhishek Banerjee: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনাদেরও সিদ্ধান্ত নিতে হবে আপনারা যদি এবার বিজেপির ভাঁওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোটে দেন। তাহলে গ্যারান্টি মোদীজীর থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সঙ্গে থাকেন, যেখানে যা পরিষেবা লাগবে জল, কল, রাস্তা যা লাগবে আমি নিজে পৌঁছে দেব।"

Abhishek Banerjee: বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না, ময়নাগুড়ি থেকে বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: Facebook

Follow Us

ময়নাগুড়ি: ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকে অভিষেকের বার্তা, ভোট যে কোনও রাজনৈতিক দলকেই দিতে পারেন। তবে সেই ভোট যেন অধিকার বুঝে নেওয়ার ভোট হয়। অভিষেক বলেন, “২০২৪-এ নিজের অধিকার সামনে রেখে ভোট দিন। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, নির্দল যাকে খুশি দিন। নিজের অধিকারটা বুঝে নিতে ভোট দিন।” একইসঙ্গে অভিষেকের বার্তা, যাকে ভোট দেবেন পরিষেবার গ্যারান্টিও তাঁর থেকেই বুঝে নিতে হবে। বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলা যাবে না আবাসের টাকা কোথায়?

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদেরও সিদ্ধান্ত নিতে হবে আপনারা যদি এবার বিজেপির ভাঁওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোটে দেন। তাহলে গ্যারান্টি মোদীজীর থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সঙ্গে থাকেন, যেখানে যা পরিষেবা লাগবে জল, কল, রাস্তা যা লাগবে আমি নিজে পৌঁছে দেব। আমি দায়িত্ব নিচ্ছি। যেখান থেকে আপনি জিনিস নেবেন, ওয়ারেন্টি তো সে দেবে। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না আমার বাড়ির টাকা কই।”

একইসঙ্গে অভিষেকের বার্তা, তিনি এক কথার ছেলে। এই লড়াইয়ে তৃণমূলের পাশে থাকলে, তিনিও তাঁর কথা রাখবেন। এ প্রসঙ্গে ধূপগুড়ি মহকুমার কথা তুলে আনেন তিনি। বলে কথা দিয়েছিলেন, ধূপগুড়ি মহকুমা হবে, করেছেন। ধূপগুড়ির গ্রামীণ হাসপাতাল এবার ১০০ বেডের মহকুমা হাসপাতাল হতে চলেছে।

অভিষেকের কথায়, “আমি এক কথার ছেলে। যেখানে লড়াই করার আমি লড়ব। আমি কথা পাল্টাই না। তৃণমূলকে ভোট দিন আর যদি বাড়ির টাকা না পান, আমি রাজনীতি ছেড়ে দেব।”

Next Article