AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanchanjunga Express Accident: দুমড়ে যাওয়া কামরার টিনের পাতে আটকে ছিল সরকারি কর্তার দেহ, অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা বিপর্যয়ে শেষ ওসি-র

Kanchanjunga Express Accident: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জনের দেহ রয়েছে। দেহাংশ উদ্ধার হয়েছে। পিটিআই সূত্রে খবর, মৃতের সংখ্যা ১৫। আহত হয়েছেন একাধিক। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে মালগাড়ি।

Kanchanjunga Express Accident: দুমড়ে যাওয়া কামরার টিনের পাতে আটকে ছিল সরকারি কর্তার দেহ, অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা বিপর্যয়ে শেষ ওসি-র
রেল দুর্ঘটনায় নিহত সরকারি আধিকারিকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 17, 2024 | 4:33 PM
Share

নিউ জলপাইগুড়ি: অভিশপ্ত শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ছিলেন মালদহের মানিকচক  সার্কেলের আবদারি দফতরের ওসি সালেব সুব্বা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে সালেব সুব্বার রক্তাক্ত দেহ। রেল সূত্রে জানা গিয়েছে, সালেবের বাড়ি কালিম্পঙের গরুবাথানে। তিনি মানিকচকে কর্মরত ছিলেন। এদিন ট্রেনে কর্মস্থলেই ফিরছিলেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি কনফর্ম রয়েছেন জেলাশাসকও। সালেব সুব্বা ছুটিতে বাড়িতে গিয়েছিলেন কয়েকদিন আগে। সোমবারই তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। সকালে ট্রেনে উঠেছিলেন তিনি। কিন্তু আর কাজে যাওয়া হল না। শেষ পাওয়া খবর পর্যন্ত পরিবারের সদস্যরা হাসপাতালে এসে তখনও পৌঁছতে পারেননি।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জনের দেহ রয়েছে। দেহাংশ উদ্ধার হয়েছে। পিটিআই সূত্রে খবর, মৃতের সংখ্যা ১৫। আহত হয়েছেন একাধিক। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে মালগাড়ি। প্রাথমিকভাবে সিগন্যালের গন্ডগোলের জন্যই এই ট্রেন দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। যদিও কারণ এখনও তদন্ত সাপেক্ষ।  দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, মালগাড়ির লোকো পাইলট ও সহকারি লোকো পাইলটের। মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘার গার্ডেরও।