মেটেলি: নিত্যদিনের মতো চায়ের বাগানে কাজে গিয়েছিলেন। মন দিয়ে তুলছিলেন চা পাতা। হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ল এক চিতা বাঘ। কার্যত তার সঙ্গে লড়াই করে প্রাণে বাঁচলেন মহিলা। তবে চোট পেলেন একাধিক। আহত শ্রমিকের নাম নাসিমা বিবি।
আজ ডাঙ্গি চা বাগানের ৩৫ নং সেকশনে কাজ করছিলেন শ্রমিকেরা। সে সময় আচমকাই চা বাগানে ঝোপ থেকে একটা চিতাবাঘ নাসিমা বিবির উপরে ঝাঁপিয়ে পড়ে। চিতা বাঘ ও শ্রমিকের মধ্যে চলে লড়াই। তখনই বাঘের হামলায় গুরুতর আহত হয় সেই মহিলা। চিৎকার শুনে ছুটে আসে অন্যান্য শ্রমিকরা।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করে দেওয়া হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। সমীর খালকো নামে চা বাগানের এক শ্রমিক বলেন, “চা বাগানটা জঙ্গল লাগোয়া। বাগানের ভিতর কাজ করছিল। তখন বাঘ হামলা করেছিল। জখম হয়েছে। আমরা ওকে দ্রুত উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেছি।”