Jalpaiguri: কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ল গাছ, চাপা পড়ে মৃত্যু ১

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 31, 2024 | 5:12 PM

Jalpaiguri: উল্লেখ্য,গতকাল উত্তরের জেলাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ। হাওয়া অফিস বলছে,ঝড়-বৃষ্টি হলেও গরমের দাপট চলতে থাকবে।

Jalpaiguri: কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ল গাছ, চাপা পড়ে মৃত্যু ১
ঝড়ে মৃত্যু ব্যক্তির
Image Credit source: Tv9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: ভ্যাপসা গরমে ভুগছে দক্ষিণবঙ্গ। এ দিকে, উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। গতকাল একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডব হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি অন্যতম। ঝড়ের তাণ্ডবে গাছ চাপা পড়ে মৃত্যু হল একজনের।

মৃতের নাম দ্বিজেন্দ্র নারায়ণ সরকার। মেখলিগঞ্জের বাসিন্দা। জানা গিয়েছে, যে সময় ঝড় হচ্ছিল সেই সময় গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন তিনি। এরপরই গাছের ডাল ভেঙে পড়ে তাঁর মাথার উপর। আর সেই ডাল চাপা মারা যান তিনি।

জানা গিয়েছে, গতকাল জলপাইগুড়ি সদর ব্লকের পাশাপাশি ময়নাগুড়িতেও ঝড় ও শিলা বৃষ্টি হয়ছে। প্রায় ৫০০ গ্রাম ওজনের শিল পড়েছে বলে খবর। ভেঙেছে বাড়ি ঘর ভেঙেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ। উল্লেখ্য,গতকাল উত্তরের জেলাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ। হাওয়া অফিস বলছে,ঝড়-বৃষ্টি হলেও গরমের দাপট চলতে থাকবে। আগামী দুই দিনে বঙ্গে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। কলকাতার পারা একেবারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে। চড়া রোদ, অস্বস্তি বাড়াচ্ছে আর্দ্রতাও।