মেটেলি: এর আগে একাধিকবার চা বাগান থেকে উদ্ধার হয়েছে চিতাবাঘ। এবার বাগানের ভিতরে ঘুরে বেড়াতে দেখা গেল দুই চিতা শাবককে। জানা গিয়েছে, মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ১৭ নম্বর সেকশনে সোমবার দুটি চিতাবাঘের বাচ্চাকে দেখতে পান শ্রমিকরা। আর তারপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
দ্রুত খবর পৌঁছয় খুনিয়া স্কোয়াডের বনকর্মীদের কাছে। সেখানে পৌঁছন তাঁরা। আপাতত, বাগানের ভিতরেই রাখা রয়েছে চিতা শাবকদের। বনকর্মীদের অনুমান, মা চিতাবাঘটি বাগানের আশপাশেই রয়েছে। ফলে শাবকগুলিকে সেখান থেকে সরাতে পরিস্থিতি খারাপ হতে পারে বলেই মনে করা হচ্ছে। আবার কেউ যাতে চিতা শাবকগুলির কোনও ক্ষতি না করে সেই দিকেও নজর রাখছেন বনকর্মীরা।
খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, “আপাতত শাবকগুলিকে সেখানে রেখে দেওয়া হবে। সেই কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে আমাদের আবেদন যাতে তাঁরা সাবধানে থাকেন।”
প্রসঙ্গত, কিলকোট চা বাগান চাপড়ামারি জঙ্গল সংলগ্ন হওয়ায় মাঝেমধ্যেই বন্যপ্রাণীরা চলে আসে বাগানে। এর আগেও কিলকোট চা বাগানে চিতাবাঘের দেখা পাওয়া গিয়েছিল। খাঁচাবন্দিও হয়েছিল বেশ কয়েকটি চিতাবাঘ।