TMC Leader shot dead at Jalpaiguri: ভর সন্ধ্যায় চলল গুলি, খোলা বাজারেই লুটিয়ে পড়লেন তৃণমূল নেতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 21, 2021 | 11:57 PM

Jalpaiguri Firing: হামলায় গুলিবিদ্ধ হন ওই তৃণমূল নেতা এবং এক লটারি বিক্রেতা। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় মহম্মদ সোলেমানের।

TMC Leader shot dead at Jalpaiguri: ভর সন্ধ্যায় চলল গুলি, খোলা বাজারেই লুটিয়ে পড়লেন তৃণমূল নেতা
জলপাইগুড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতা (প্রতীকী ছবি)

Follow Us

জলপাইগুড়ি: খোলা বাজার এলাকায় চলল গুলি। দুষ্কৃতীর গুলিতে নিহত তৃণমূল নেতা (TMC Leader shot dead)। জখম আরও এক স্থানীয় লটারি বিক্রেতা। মৃত তৃণমূল নেতার নাম মহম্মদ সোলেমান। আজ সন্ধ্যায় তাঁর চড়াও হয় দুই দুষ্কৃতী। হামলায় গুলিবিদ্ধ হন ওই তৃণমূল নেতা এবং এক লটারি বিক্রেতা। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় মহম্মদ সোলেমানের। আজ রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ভুটকি হাট গন্ডার মোড় এলাকায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের সুবাদে রবিবার সন্ধ্যায় রাজগঞ্জের ভুটকি হাট এলাকায় গিয়েছিল মহম্মদ সোলেমান। তিনি তৃণমূল কংগ্রেসের তপসিলি জাতি ও উপজাতি এবং ওবিসি সংগঠনের বলরাম অঞ্চলের বুথ সভাপতি। একইসঙ্গে এলাকায় নিজস্ব ব্যবসায় ছিল তাঁর। আজ রাতে তিনি বাড়ি ফেরার সময় গন্ডার মোড় এলাকায় তপন মাহাতোর লটারি দোকানে বসেন। সেই সময় দু’জন দুষ্কৃতী বাইক নিয়ে এসে গুলি করে পালিয়ে যায়।

হামলার ঘটনায় গুরুতর জখম হন সোলেমান ও লটারি বিক্রেতা তপন মাহাতো। জানা গিয়েছে, মাথার পিছন দিকে গুলি লাগে সোলেমানের। দ্রুত তাঁদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি সোলেমানের। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। আগে ওই এলাকায় এই ধরনের ঘটনা কখনও ঘটেনি বলেই দাবি তাঁদের।

ঘটনায় রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি দলীয় কাজে লাটাগুড়িতে ছিলেন। দুষ্কৃতীরা শিলিগুড়ির দিকে পালিয়ে গিয়েছে বলে খবর। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। লাটাগুড়ি থেকে ফেরার পর তিনি গোটা বিষয়টি বিশদে জানবেন।

এদিকে ঘটনাস্থলে রক্তের দাগ এখনও স্পষ্ট। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় মানুষরাও ভিড় জমাতে শুরু করেছেন। হামলাস্থলে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এই হামলার বিষয়ে এখনই বিশেষ কিছু মুখ খুলছেন না তিনি। তবে পুলিশ সুপার জানিয়েছেন, “গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।”

স্থানীয় সূত্রে খবর, সলোমন মহম্মদের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি চায়ের ব্যবসাও রয়েছে। সুতরাং, কেবলই রাজনৈতিক উদ্দেশে হামলা, নাকি ব্যবসায়িক কোনও শত্রুতা ছিল, সেই সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ওই দুই দুষ্কৃতীরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন : Dilip Ghosh: বঙ্গ বিজেপির আন্দোলন-বিমুখতা দূর করতে দ্রুত রাজ্য কমিটিতে বদল চান দিলীপ

আরও পড়ুন : Abhishek Banerjee goes to Tripura: বিপ্লব- রাজ্যে টানটান উত্তেজনা, সায়নীর পাশে দাঁড়াতে রাতেই ত্রিপুরা রওনা হচ্ছেন অভিষেক

Next Article