Snake Recover: সরকারি হাসপাতাল থেকে উদ্ধার সাপ, প্রশ্ন উঠছে রোগীর নিরাপত্তায়

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2021 | 10:03 AM

Jalpaiguri Hospital: আই অ্যান্ড ইএনটির ওয়ার্ডে ঢোকার মুখেই সিলিংয়ে দেখতে পাওয়া যায় সাপটিকে।

Snake Recover: সরকারি হাসপাতাল থেকে উদ্ধার সাপ, প্রশ্ন উঠছে রোগীর নিরাপত্তায়
প্রতীকী ছবি

Follow Us

জলপাইগুড়ি: এবার হাসপাতালের মধ্য়ে থেকেই উদ্ধার হল সাপ (Snake)। যার জেরে রীতিমত শোরগোল পড়েছে রোগী ও তার পরিবারের মধ্যে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে রোগীদের নিরাপত্তা নিয়ে।

গতকাল সন্ধে নাগাদ জলপাইগুড়ি সদর হাসপাতালের ( Jalpaiguri Hospital) তিন তলায় উদ্ধার ওই সাপটি (Snake)। জানা গিয়েছে,আই অ্যান্ড ইএনটির ওয়ার্ডে ঢোকার মুখেই সিলিংয়ে দেখতে পাওয়া যায় সাপটিকে। এবার সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কে সিটিয়ে পড়েন রোগী ও তার পরিবারের সদস্যরা। রীতিমত শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। হই হট্টোগোল শুরু হয়ে যায় হাসপাতালে। এরপর খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

হাসপাতাল থেকে উদ্ধার হল সাপ

এক বনকর্মী সৌভিক মণ্ডল জানান, “এটি ঘর চিতি সাপ যা কমন উলফ স্নেক নামে পরিচিত। নির্বিষ প্রজাতির এই সাপের পছন্দের খাবার টিকটিকি। সম্ভবত টিকটিকি খেতেই এসেছিল।”তবে হাসপাতালের তিন তলায় কিভাবে সাপটি এসে উপস্থিত হলো তা বুঝে পাচ্ছেন না কেউই। সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা।

প্রসঙ্গত, কয়েকদিন আগে হাতির (Elephant) অত্যাচারে গতকাল রীতিমত নাস্তানাবুদ হতে হয়েছে জেলা প্রশাসনকে।  জলপাইগুড়িতে জারি হয়েছে ১৪৪ ধারা। হাতির যাতায়াতের পথে বিপত্তি রুখতে ৩১ নং জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

এদিকে, গতকাল থেকে সাপদু’টিকে জঙ্গলে ফেরাতে হিমসিম খাচ্ছে বনদফতর। গত রবিবার বিকেল ৫ টা নাগাদ জলপাইগুড়ি কবরস্থান থেকে হাতি দুটিকে তাড়ানো শুরু করে বনকর্মীরা। কবরস্থান থেকে হাতি দু’টি বেরিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে আসে। এরপর ফের তাড়া খেয়ে কবরস্থানের দিকে ফিরে যায় হাতি।

পরে আবার সেখানে বাজি-পটকা ফাটালে এলাকা থেকে বেরিয়ে আবার সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে চলে আসে। সেখান থেকে তাড়া খেয়ে ফের আবার কবরস্থানের কাছকাছি চলে যায় তারা। পরে হাতিদের নদী পথে জাতীয় সড়কে তোলার চেষ্টা চালায় বনদফতর। এইভাবে একের পর এক চেষ্টার পরে হাতিটিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হয় বনদফতর।

আরও পড়ুন: Weather Update: আরও দু’দিনেও বাড়বে তাপমাত্রা, কবে থেকে ফের নামবে পারদ?

Next Article