Tea Garden: শীতের মরশুমে চা বাগানে লক-আউট, কাজ হারালের ১ হাজারের বেশি শ্রমিক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 27, 2022 | 2:27 PM

Jalpaiguri: জলপাইগুড়ির বামনডাঙার ঘটনা। সেখানে মঙ্গলবার সকালে নিত্যদিনের মতো কাজে বের হন শ্রমিকরা। এরপর চা বাগানে গিয়ে জানতে পারেন বাগান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি।

Tea Garden: শীতের মরশুমে চা বাগানে লক-আউট, কাজ হারালের ১ হাজারের বেশি শ্রমিক
চা বাগানে লক-আউট নোটিস (নিজস্ব চিত্র)

Follow Us

ধূপগুড়ি: অনিশ্চয়তার মুখে কর্মরত প্রায় ১ হাজার ২০০ জন শ্রমিকের ভবিষ্যত। কারণ লক-আউটের নোটিস ঝুলল নাগরাকাটার বামনডাঙা চা বাগানে (Tea Garden)। ফলে শ্রমিক ও তাঁদের পরিবারগুলির রোজগারের পরবর্তী ভবিষ্যত কী হবে তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে তাঁদের।

জলপাইগুড়ির বামনডাঙার ঘটনা। সেখানে মঙ্গলবার সকালে নিত্যদিনের মতো কাজে বের হন শ্রমিকরা। এরপর চা বাগানে গিয়ে জানতে পারেন বাগান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি। এমনকী পরিচালকদেরও তাঁরা বাগানে দেখতে পাননি। শেষে আর উপায় না দেখে সোমবার রাতেই বামনডাঙা ছেড়ে চলে যান বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এই বামনডাঙা চা বাগানটি এর আগেও একসময় দীর্ঘ কয়েক বছরের জন্য বন্ধ ছিল। খোলার পর কয়েক বছর কেটে গিয়েছে। সেই অর্থে তেমন কোনও বড় সমস্যা সেখানে ছিল না বলেই জানা যায়। এরপরও ফের নতুন করে দূর্যোগ নেমে আসায় উদ্বিগ্ন সেখানকার শ্রমিকরা।

শীতের মরসুমে বাগান বন্ধ করে দেওয়ার প্রবণতা চা শিল্পের মালিকপক্ষের আজকের নয়, দীর্ঘদিনের।বামনডাঙার ক্ষেত্রেও সেই একই প্রবণতা কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সেখানকার মালিকপক্ষ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য শ্রমিকদেরই দায়ী করেছে। লক আউটের নোটিসে তাঁরা বাগানের কাজ কর্মে শ্রমিকদের অকারণ হস্তক্ষেপ, কর্মসংস্কৃতির অভাব সহ মোট ৯ টি কারণকেও তুলে ধরেছে।

Next Article