Jalpaiguri: স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে বিজেপি প্রার্থী বললেন, ‘টিনের মধ্যে ফাঁক’, জেলাশাসক আশ্বস্ত করে জানালেন…

Nileswar Sanyal | Edited By: Soumya Saha

May 31, 2024 | 8:02 PM

Jalpaiguri: জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি করা হয়েছে স্ট্রং রুম। শুক্রবার দুপুরে সেই স্ট্রং রুম পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানে বিজেপি প্রার্থী কথা বলেন উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে। পরে স্ট্রং রুম থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন।

Jalpaiguri: স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে বিজেপি প্রার্থী বললেন, টিনের মধ্যে ফাঁক, জেলাশাসক আশ্বস্ত করে জানালেন...
জয়ন্ত রায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: স্ট্রং রুম ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নজরদারি স্ট্রং রুম চত্বরে। তারপরও নিশ্চিন্তে বসে থাকতে পারছেন না জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্তকুমার রায়। জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি করা হয়েছে স্ট্রং রুম। শুক্রবার দুপুরে সেই স্ট্রং রুম পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানে বিজেপি প্রার্থী কথা বলেন উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে। পরে স্ট্রং রুম থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন।

পুলিশের সঙ্গে কী নিয়ে কথা হল, সেই নিয়ে প্রশ্নে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের বক্তব্য, ‘টিনের কোয়ালিটিতে অনেক জায়গায় ফারাক আছে। সামনের টিনগুলি নতুন। কিন্তু কিছু জায়গায় পুরনো টিন আছে। কিছু জায়গায় টিন বেঁকে গিয়েছে। কিছু ক্ষেত্রে দুটি টিনের মাঝে ফাঁক রয়েছে।’ জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জানান, এই বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে জানিয়েছেন তিনি। স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা যাতে সম্পূর্ণ নিশ্ছিদ্র হয়, সেই বার্তাও দিয়েছেন তিনি।

বিজেপি প্রার্থী আরও জানান, ‘এখানে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি রয়েছে। তবুও আমরা চাই নিরাপত্তা নিচ্ছিদ্র হোক। এখনও পর্যন্ত সব ঠিক আছে। তবে তমলুকের ঘটনা জানার পর অন্যান্য দিনের মতো আজও এসেছিলাম নিরাপত্তা ব্যবস্থা-সহ সিসিক্যামেরাগুলি দেখতে।’

যদিও স্ট্রং রুমের নিরাপত্তার বিষয়ে সকলকে আশ্বস্ত করেছেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। তিনি জানিয়েছেন, স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থায় কোথাও কোনও ফাঁক নেই।

Next Article