Congress: ‘কংগ্রেস চাইছে কী?’, অবস্থান জানতে চেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন নীচুতলার কর্মীরা

Nileswar Sanyal | Edited By: সায়নী জোয়ারদার

Mar 23, 2024 | 11:20 PM

Congress: শনিবার সন্ধ্যায় ডুয়ার্সের ক্রান্তি ব্লক থেকে জলপাইগুড়ি এসে জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। কয়েকজন নেতা ভিতরে ছিলেন। তাঁরা আটকে পড়েন বলেও খবর। যদিও আটকে পড়া নেতারাও যে খুব একটা কিছু জানেন এমন নয় বলেই দাবি।

Congress: কংগ্রেস চাইছে কী?, অবস্থান জানতে চেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন নীচুতলার কর্মীরা
বিক্ষোভ কংগ্রেস কর্মীদের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন দলেরই কর্মীরা। নেতাদের আটকে উগরে দিলেন ক্ষোভও। কংগ্রেস কার্যালয়ের সামনে শনিবার দেখা গেল এমনই ছবি। লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি আসনে মনোনয়নের শেষ দিন ২৭ মার্চ। কিন্তু এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি কংগ্রেস। যদিও বামেরা এই আসনে প্রার্থী দিয়েছে। তবে জোট নিয়েও খুব স্পষ্ট কিছু নির্দেশ এখনও উপরমহল থেকে আসেনি। সবমিলিয়ে দলের অবস্থান নিয়েই গোলকধাঁধায় কংগ্রেস কর্মীরা।

এরপরই শনিবার সন্ধ্যায় ডুয়ার্সের ক্রান্তি ব্লক থেকে জলপাইগুড়ি এসে জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। কয়েকজন নেতা ভিতরে ছিলেন। তাঁরা আটকে পড়েন বলেও খবর। যদিও আটকে পড়া নেতারাও যে খুব একটা কিছু জানেন এমন নয় বলেই দাবি।

কংগ্রেসের মাল ব্লক সভাপতি যোগেন সরকার বলেন, “লোকসভা নির্বাচনে আমরা হাত চিহ্নে ভোট দিতে চাই। কিন্তু দল কিছুই জানাচ্ছে না। আর দু’দিন পর মনোনয়ন দাখিল শেষ হয়ে যাবে। আমরা চাই অবিলম্বে প্রার্থীর নাম ঘোষণা করা হোক। দল যদি প্রার্থী না দেয় তবে এই অফিসে আমরা স্থায়ীভাবে তালা মেরে দেব। কোনও নেতাদের ঢুকতে দেব না।”

জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অসীম তরফদারের বক্তব্য, লোকসভা ভোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট না হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ কাজ করছে। শনিবার জেলা কার্যালয়ে বিক্ষোভও দেখান অনেকে। প্রদেশ নেতৃত্বকে বিষয়টি জানানো হচ্ছে বলেও মন্তব্য তাঁর।

দলের কর্মীদের হাতে তালাবন্দি হয়ে পড়েন জেলা কংগ্রেস কমিটির সদস্য ও শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌতম দাস। তাঁর গলাতেও অসহায়তা স্পষ্ট। তিনি বলেন, “ক্ষুব্ধ কর্মীদের আমরা বুঝিয়ে বলার পর তালা খুলে দিয়েছেন। কিন্তু কর্মীরা না হয় আমাদের তালাবন্ধ করে ক্ষোভ জানানোর জায়গা পেলেন। কিন্তু আমরা কোথায় ক্ষোভ প্রকাশ করব?”

Next Article