Jalpaiguri: একেই বোধহয় বলে সাহসিনী, চিতা বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বাঁচলেন চিন্তা

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 22, 2024 | 7:19 PM

Jalpaiguri: ঘটনাটি ঘটেছে বানারহাটের নিউ ডুয়ার্স চা বাগানে। শুক্রবার চা বাগানে অন্যান্য শ্রমিকদের সঙ্গে পাতা তোলার কাজ করছিলেন ওই শ্রমিক। সেই সময় আচমকা চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। চিতা বাঘের হামলায় শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত তৈরি হয়।

Jalpaiguri: একেই বোধহয় বলে সাহসিনী, চিতা বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বাঁচলেন চিন্তা
চা বাগানে আহত শ্রমিক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বানারহাট: নিত্যদিনের মতো বাগানে চা পাতা তোলার কাজ করছিলেন। সেই সময় আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতা বাঘ। চলে লড়াই। শেষমেশ চিতা বাঘের সঙ্গে লড়াই করে প্রাণ ফিরে পান ওই চা শ্রমিক।

ঘটনাটি ঘটেছে বানারহাটের নিউ ডুয়ার্স চা বাগানে। শুক্রবার চা বাগানে অন্যান্য শ্রমিকদের সঙ্গে পাতা তোলার কাজ করছিলেন ওই শ্রমিক। সেই সময় আচমকা চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। চিতা বাঘের হামলায় শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত তৈরি হয়। রক্তাক্ত অবস্থায় বাগানের মধ্যে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।

আচমকা সহকর্মীকে অজ্ঞান হয়ে যেতে দেখেই বাগানের অন্যান্য শ্রমিকরা পাথর ছুড়ে চিতাবাঘটিকে সেখান থেকে তাড়িয়ে দেন। এরপর উদ্ধার করে শ্রমিককে। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বানারহাট হাসপাতালে। আহত চা শ্রমিকের নাম চিন্তা বাগোয়ার (৫০)। নিউ ডুয়ার্স চা বাগানের ডিভিশন লাইনের বাসিন্দা তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন নিউ ডুয়ার্স চা বাগানের ৫০ নম্বর সেকশনে কাজ করার সময় চিতা বাঘ শ্রমিকের উপরে হামলা চালায়। তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে সেখান থেকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সেই চা শ্রমিক। ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়।

Next Article