বানারহাট : বাড়িতে বউ। তারমধ্যেই আবার তৃতীয় বিয়ে। আর এই নিয়েই তুমুল কাণ্ড বানারহাট থানা এলাকায়। এলাকাবাসীরা তৃতীয় স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। তাঁদের অভিযোগ, ওই ব্যক্তির এমন কাণ্ডে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই ওই ব্যক্তির নতুন বউকে গাছের সঙ্গে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তি এবং তার তৃতীয় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
বানারহাট থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তির প্রথম স্ত্রী মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বিয়ের দুই বছরের মধ্যেই আত্মহত্যা করে মারা গিয়েছিলেন স্ত্রী। এরপর দ্বিতীয় বিয়ে করেছিল সে। দ্বিতীয় স্ত্রী সঙ্গে সংসারে দুটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু এর মধ্যেই আবার তৃতীয় বিয়ে। যাকে বিয়ে করেছে, সেও আবার ওই ব্যক্তির শ্যালিকার ভাতৃবধূ। অর্থাৎ, যাকে বিয়ে করে এনেছে ওই ব্যক্তি, সেও আগে থেকেই বিবাহিতা। এই নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিলই। বিষয়টি নিয়ে অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী বানারহাট থানায় লিখিত অভিযোগও জানিয়েছিলেন। পুলিশকে দ্বিতীয় স্ত্রী জানিয়েছিলেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর কিংবা তাঁর সন্তানদের দায়িত্ব নিতে চাইছে না। এমনকী তাঁর উপর অত্যাচার করা হচ্ছিল বলেও অভিযোগ। তবে পুলিশের তরফে এর আগে জানানো হয়েছিল, অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তিনটি বিয়ে ছাড়াও ওই এলাকায় আরও বেশ কয়েকজন মহিলার সঙ্গে অভিযুক্তর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তার এমন কাণ্ডকারখানায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এরপর রবিবার ওই ব্যক্তি এবং তার নতুন বিয়ে করা স্ত্রীকে এলাকায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরও অভিযুক্তর তৃতীয় স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে ফেলেন স্থানীয়রা। পাশেই দাঁড়িয়ে ছিল অভিযুক্ত ব্যক্তি। পরে পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তি ও তার নতুন স্ত্রীকে সেখান থেকে থানায় নিয়ে যায়। এখনও পর্যন্ত যা খবর, তাতে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার তৃতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। গোটা ঘটনার আর বিশদে তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ।